প্রমথ রঞ্জন, কোটালীপাড়া প্রতিনিধি : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ ব্যাংক কর্মকর্তা’সহ করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫ জন। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ পজিটিভ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪২ জনে।
[৩] এর মধ্যে ২৬৬ জন সুস্থ্য হয়েছেন ও ২ জনের মৃত্যু হয়েছে।আক্রান্ত ৭৪ জন আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীনে রয়েছে।
[৪] কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য গতকাল শুক্রবার (১৪ আগস্ট ) রাতে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট ) ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তাদের মধ্যে আমতলী ইউনিয়নের ১ জন, পিঞ্জুরী ইউনিয়নের ১ জন, স্ট্যান্ডার্ড ব্যাংক কোটালীপাড়া শাখার এক কর্মকর্তা সহ ২ জন ও ফায়ার সার্ভিস অফিসের ১ জন সহ মোট ৫ জনের শরীরে গতকাল শুক্রবার (১৫ আগস্ট ) কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।
[৫] আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি