দেবদুলাল মুন্না:[২] তালেবান যোদ্ধাদের দাবির মুখে তাদের বন্দী সদস্যদের ছাড়তে শুরু করেছে দেশটির সরকার। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ৮০ জনকে ছাড়া হয়েছে বলে জানান সরকারের সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জাভিদ ফয়সাল। তিনি জানান, ধাপে ধাপে আরও বন্দী জঙ্গীকে ছাড়া হবে। এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
[৩] তিন দিনের আলোচনা শেষে দেশটির আইন সভা লয়া জিরগায় গত শনিবার এসব তালেবান বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত পাস হয়। সে অনুযায়ীই তাদের মুক্তি দিচ্ছে আফগানিস্তান সরকার।
[৪] আফগানিস্তান সরকারের কারাগারে মুক্তি পাওয়ার অপেক্ষায় যে ৪০০ তালেবান জঙ্গি রয়েছেন তাদের বিরুদ্ধে আফগান নাগরিক ও বিদেশিদের হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
[৫] বন্দীদের ছাড়ার সময়টাতেই আফগানিস্তান সরকার ও তালেবান উভয় পক্ষ কাতারের দোহায় শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে।
[৬] জাভিদ ফয়সালের দাবি, এ মুক্তি প্রক্রিয়া ও শান্তি চুক্তি আলোচনার ভেতর দিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হবে , যা দেশটির জন্য ভালো। আল জাজিরা