শিরোনাম
◈ ৯টা থেকে হজরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার বাহিনীর ১ হাজার ৮০ জন সদস্য কোভিডে আক্রান্ত

সুজন কৈরী : [২] এর মধ্যে ঢাকায় ৫৪৭ জন এবং ঢাকার বাইরে আক্রন্ত হয়েছেন ৫৩৩ জন। তাদের মধ্যে ২২ জন কর্মকর্তা, ৪১৩ জন ব্যাটালিয়ন আনসার, ৩ জন মহিলা আনসার, ৫৮৮ জন সাধারণ আনসার, ৮ জন কর্মচারী, ১৯ জন ভিডিপি সদস্য, ৪ জন বিশেষ আনসার, ১৪ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, ৬ জন হিল আনসার এবং ৩ জন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার রয়েছেন।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, বিভিন্ন থানা, ক্যাম্প ও হোটেলে হোম কোয়ারেন্টাইনে আছেন বাহিনীর ১৭৩ জন সদস্য। কোভিড আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৯ জন সদস্য।

[৪] তিনি আরও জানান, এ পর্যন্ত ৯ জন কর্মকর্তাসহ ৭৫০ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৬৯ শতাংশের চেয়ে বেশি। চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করছেন।

[৫] কোভিডে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাহিনীর একজন কর্মকর্তাসহ ৮ জন সদস্য মারা গেছেন।

[৬] আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সবসময় আক্রান্ত সদস্যদের চিকিৎসার খোঁজ-খরব রাখছেন এবং তাদের দ্রæত সুস্থ করে তোলার বিষয়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়