শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার বাহিনীর ১ হাজার ৮০ জন সদস্য কোভিডে আক্রান্ত

সুজন কৈরী : [২] এর মধ্যে ঢাকায় ৫৪৭ জন এবং ঢাকার বাইরে আক্রন্ত হয়েছেন ৫৩৩ জন। তাদের মধ্যে ২২ জন কর্মকর্তা, ৪১৩ জন ব্যাটালিয়ন আনসার, ৩ জন মহিলা আনসার, ৫৮৮ জন সাধারণ আনসার, ৮ জন কর্মচারী, ১৯ জন ভিডিপি সদস্য, ৪ জন বিশেষ আনসার, ১৪ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, ৬ জন হিল আনসার এবং ৩ জন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার রয়েছেন।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, বিভিন্ন থানা, ক্যাম্প ও হোটেলে হোম কোয়ারেন্টাইনে আছেন বাহিনীর ১৭৩ জন সদস্য। কোভিড আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৯ জন সদস্য।

[৪] তিনি আরও জানান, এ পর্যন্ত ৯ জন কর্মকর্তাসহ ৭৫০ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৬৯ শতাংশের চেয়ে বেশি। চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করছেন।

[৫] কোভিডে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাহিনীর একজন কর্মকর্তাসহ ৮ জন সদস্য মারা গেছেন।

[৬] আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সবসময় আক্রান্ত সদস্যদের চিকিৎসার খোঁজ-খরব রাখছেন এবং তাদের দ্রæত সুস্থ করে তোলার বিষয়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়