শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার বাহিনীর ১ হাজার ৮০ জন সদস্য কোভিডে আক্রান্ত

সুজন কৈরী : [২] এর মধ্যে ঢাকায় ৫৪৭ জন এবং ঢাকার বাইরে আক্রন্ত হয়েছেন ৫৩৩ জন। তাদের মধ্যে ২২ জন কর্মকর্তা, ৪১৩ জন ব্যাটালিয়ন আনসার, ৩ জন মহিলা আনসার, ৫৮৮ জন সাধারণ আনসার, ৮ জন কর্মচারী, ১৯ জন ভিডিপি সদস্য, ৪ জন বিশেষ আনসার, ১৪ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, ৬ জন হিল আনসার এবং ৩ জন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার রয়েছেন।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, বিভিন্ন থানা, ক্যাম্প ও হোটেলে হোম কোয়ারেন্টাইনে আছেন বাহিনীর ১৭৩ জন সদস্য। কোভিড আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৯ জন সদস্য।

[৪] তিনি আরও জানান, এ পর্যন্ত ৯ জন কর্মকর্তাসহ ৭৫০ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৬৯ শতাংশের চেয়ে বেশি। চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করছেন।

[৫] কোভিডে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাহিনীর একজন কর্মকর্তাসহ ৮ জন সদস্য মারা গেছেন।

[৬] আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সবসময় আক্রান্ত সদস্যদের চিকিৎসার খোঁজ-খরব রাখছেন এবং তাদের দ্রæত সুস্থ করে তোলার বিষয়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়