শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাত স্যানিটাইজ করে ঘুষ নেয়া সেই ওসিকে স্ট্যান্ড রিলিজ

লালমনিরহাট প্রতিনিধি: [২] বৃহস্পতিবার(১৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার(এসপি) আবিদা সুলতানা। তিনি আরো জানান, সদ্য স্ট্যান্ড রিলিজ হওয়া ওসি মাহফুজ আলমকে ট্যুরিষ্ট পুলিশ পরিদর্শক হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।

[৩] জানা গেছে, সাম্প্রতি সময় একটি পারিবারিক মামলায় বাদি পক্ষকে ফাঁসাতে আসামী পক্ষকে পরামর্শ ও মামলা নেয়ার প্রতিশ্রুতিতে ১০ হাজার টাকা ঘুষ গ্রহন করেন। এ টাকা গ্রহন করার আগে ওসি মাহফুজ আলম নিজে এবং ঘুষদাতার হাত স্যানিটাইজ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যার প্রেক্ষিতে "হাত স্যানিটাইজ করে ঘুষ নেন লালমনিরহাটের ওসি মাহফুজ" শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন বিভিন্ন গনমাধ্যমে ভিডিও সহ সংবাদটি প্রচারিত হয়।

[৫] যার প্রেক্ষিতে লালমনিরহাট পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্ত শুরু করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর দপ্তর) আতিকুল ইসলাম। এরই মধ্যে বৃহস্পতিবার(১৩ আগস্ট) সেই ওসি মাহফুজ আলমকে স্ট্যান্ড রিলিজ করে ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হিসেবে পদায়ন করে একটি চিঠি আসে জেলা পুলিশ সুপারের দফতরে।

[৬] ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, লালমনিরহাট সদর থানার একটি পরিবারিক মামলার আসামী পক্ষের কয়েকজন এসেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলমের কাছে। মামলাটির বাদিকে হেনস্থা করার কৌশল জানতে। কৌশল হিসেবে ওসি'র পরামর্শ মোতাবেক তারা মামলাটির বাদির বিরুদ্ধে একটি অভিযোগপত্র ও ১০ হাজার টাকা নিয়ে এসেছেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করতে ওসিকে দিতে হবে ১০ হাজার টাকা। এ ছাড়াও তদন্ত কর্মকর্তাকে আরো তিন হাজার টাকা দিতে বলেন ওসি।

[৭] ভিডিওতে ওসি মাহফুজ বলেন, তোমাদের বাদির তো জামিন হয় নাই। জামিন না হতেই থানায় হাজির হয়ে এজাহার দেয়া হলে তো বেআইনী হবে। জামিনের কাগজসহ এসো অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। মামলা না হওয়া পর্যন্ত কোন ঝামেলা করা যাবে না। ঝামেলা হলে তোমরা প্যাচে পড়ে যাবে।

[৮] লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়