শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের রাজস্থান সরকারে বিদ্রোহের অবসান, সমর্থকদের নিয়ে আবারও কংগ্রেসে সচিন পাইলট

আসিফুজ্জামান পৃথিল: [২] বিদ্রোহে ইতি টেনে ফিরলেন কংগ্রেসের তরুণ নেতা সচিন পাইলট। তবে দলে ফিরলেও আগের পদ-পদবী কোনওটাই ফিরে পাবেন না এই তরুণ নেতা। এনডিটিভি, দ্য হিন্দু

[৪] জয়পুর নেমেই তিনি বলেছেন, মনে কোনও বেদনা নেই। কখনই রাজ্য সরকারের অংশ ছিলাম না। তবে, রাজ্য কংগ্রেস পরিবারের নেতা হিসেবে সবাইকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি। আমি নিজের জন্য কোনও পদের দাবি করিনি। শুধু নিশ্চিত করতে চেয়েছি, যে বিধায়করা বিরোধিতা ভুলে মূলস্রোতে ফিরছেন, তাদের যাতে প্রতিহিংসার শিকার না হতে হয়।

[৫] সোমবার প্রায় দুই ঘণ্টা দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেসের এই তরুণ মুখ। তার কয়েকদিন আগে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও বৈঠক করেছেন শচীন পাইলট। জানা গিয়েছে, রাহুল-প্রিয়াঙ্কা পাইলটকে আশ্বাস দিয়েছেন তার ক্ষোভ শুনতে একটা কমিটি গঠন করবে হাইকমান্ড। সেই কমিটির অংশ হবেন প্রিয়াঙ্কাও।

[৬] তবে, ডেপুটি মুথ্যমন্ত্রীর পদ আর রাজ্য কংগ্রেস সভাপতি পদ পাবেন না পাইলট। তাকে পুনর্বাসন করতে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হতে পারে। তবে, বাকি ১৭ জন বিক্ষুব্ধ বিধায়ককে পরের রদবদলে মন্ত্রিত্ব ফিরিয়ে দেয়া হবে।

[৭] এদিকে পাইলটের কংগ্রেসে ফেরার খবরে উচ্ছাস প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়