আসিফুজ্জামান পৃথিল : [২] মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী বলেছেন করোনাভাইরাস ভ্যাকসিন গবেষণা কে আগে করবে ধরণের প্রতিযোগিতা নয়। রাশিয়া বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন আবিস্কার বিষয়ে এই কথা বলেন অ্যালেক্স আজার। সিএনএন
[৩] আজার জানান, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ করা ৬টি করোনা ভ্যাকসিনের ২টি ২য় ধাপের ট্রায়ালে রয়েছে। কয়েক সপ্তাহ আগেই এই ট্রায়ালগুলো শুরু হয়। আর রুশ ভ্যাকসিন কেবলই এই ধাপে প্রবেশ করলো। এমনকি শুরুর ট্রায়ালগুলোর তথ্যও প্রকাশ করেনি রুশরা।
[৪] তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের আগে যে কোনও ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর হতে হবে। এফডিএর অনুমোদনছাড়া আমরা কোনও ঝুঁকি নেবোনা।’ সম্পাদনা: ইকবাল খান