মুসফিরাহ হাবীব: [২] প্রশ্নের মুখে পড়া সম্পদ নিয়ে সুশান্ত মৃত্যু মামলায় রিয়া, তার ভাই ও বাবাকে ফের ম্যারাথন জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। সুশান্তের বান্ধবী রিয়ার সম্পত্তি এক বছরে দশ গুণ কীভাবে হল? এটি কি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি? খতিয়ে দেখছে ইডি।
[৩] তদন্তে ইডি। নজরে রিয়ার সম্পত্তি। জেরায় সামনে এসেছে, ২০১৭-১৮ আর্থিক বছরে রিয়ার স্থাবর সম্পত্তি ছিল ৯৬ হাজার ২৮১ টাকা ৷ ২০১৮-১৯ আর্থিক বছরে তা প্রায় ১০ গুণ বেড়ে ৯ লক্ষ ৫ হাজার ৫৯৭ টাকা ৷
[৪] রিয়ার আইটি রিটার্নেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য৷ ২০১৭-১৮ সালে রিয়ার আয় ছিল ১৮,৭৫,০০০ টাকা৷ ২০১৮-১৯ আর্থিক বছরে তা কমে হয়েছে ১৮,২৩,০০০ টাকা৷ এই অবস্থায় দু'টি বিশাল ফ্ল্যাট ও দামি গাড়িও কিনেছেন রিয়া, কিন্তু কীভাবে? প্রশ্ন তুলেছে ইডি৷
[৫] সুশান্তের দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিয়াকে নিয়মিত মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, তার প্রমাণ ইডির কাছে রয়েছে৷ কিন্তু এই টাকার কোনও উল্লেখ রিয়ার আয়কর রিটার্নে নেই! কিন্তু কেন? চুপ রিয়া।
[৬] তবে সোমবার শীর্ষ আদালতে জমা করা হলফনামায় রিয়া বলেছেন, 'মিডিয়ায় সুশান্তের মামলা নিয়ে অকারণ কাটাছেঁড়া হচ্ছে। মামলার সাক্ষীদের জেরা, পাল্টা জেরা করা হচ্ছে। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর থেকে তাকে মিডিয়ায় দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ রিয়ার।