শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একবছরে রিয়ার সম্পত্তি ১০ গুণ! রিয়া ও পরিবারকে ম্যারাথন জেরা

মুসফিরাহ হাবীব: [২] প্রশ্নের মুখে পড়া সম্পদ নিয়ে সুশান্ত মৃত্যু মামলায় রিয়া, তার ভাই ও বাবাকে ফের ম্যারাথন জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। সুশান্তের বান্ধবী রিয়ার সম্পত্তি এক বছরে দশ গুণ কীভাবে হল? এটি কি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি? খতিয়ে দেখছে ইডি।

[৩] তদন্তে ইডি। নজরে রিয়ার সম্পত্তি। জেরায় সামনে এসেছে, ২০১৭-১৮ আর্থিক বছরে রিয়ার স্থাবর সম্পত্তি ছিল ৯৬ হাজার ২৮১ টাকা ৷ ২০১৮-১৯ আর্থিক বছরে তা প্রায় ১০ গুণ বেড়ে ৯ লক্ষ ৫ হাজার ৫৯৭ টাকা ৷

[৪] রিয়ার আইটি রিটার্নেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য৷ ২০১৭-১৮ সালে রিয়ার আয় ছিল ১৮,৭৫,০০০ টাকা৷ ২০১৮-১৯ আর্থিক বছরে তা কমে হয়েছে ১৮,২৩,০০০ টাকা৷ এই অবস্থায় দু'টি বিশাল ফ্ল্যাট ও দামি গাড়িও কিনেছেন রিয়া, কিন্তু কীভাবে? প্রশ্ন তুলেছে ইডি৷

[৫] সুশান্তের দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিয়াকে নিয়মিত মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, তার প্রমাণ ইডির কাছে রয়েছে৷ কিন্তু এই টাকার কোনও উল্লেখ রিয়ার আয়কর রিটার্নে নেই! কিন্তু কেন? চুপ রিয়া।

[৬] তবে সোমবার শীর্ষ আদালতে জমা করা হলফনামায় রিয়া বলেছেন, 'মিডিয়ায় সুশান্তের মামলা নিয়ে অকারণ কাটাছেঁড়া হচ্ছে। মামলার সাক্ষীদের জেরা, পাল্টা জেরা করা হচ্ছে। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর থেকে তাকে মিডিয়ায় দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ রিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়