শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্যাতন আর ক্রসফায়ার ছিল প্রদীপের নেশা

ইসমাঈল ইমু : [২] মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার অন্যতম অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানা থেকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশের নানা কুকীর্তির বিবরণ বেরিয়ে আসছে। মাদকের ট্রানজিট পয়েন্ট টেকনাফে যোগদানের পর তিনি অভিনব কায়দায় শুরু করেন চাঁদাবাজি। তার এসব অপকর্মের কেউ প্রতিবাদ করলে চালানো হতো অমানুষিক নির্যাতন।

[৩] স্থানীয় সূত্র জানায়, দাবিকৃত টাকা না পেলেই ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হতো। অপকর্মের প্রতিবাদ করে ওসি প্রদীপের রোষানলে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক রাজনৈতিক কর্মী। এমন কি গণমাধ্যম কর্মীও বাদ যাননি তার রোষানল থেকে।

পুরো কক্সবাজারজুড়ে প্রদীপের অপকর্ম ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে অবহিত নন বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। পুলিশ সুপার বলেন, ‘টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ পাইনি আমরা। আর এ মুহূর্তে প্রদীপের বিষয়ে কোনো কথা বলতে চাই না। কথা বললে কনফিউশন বাড়বে। তাই কোনো মন্তব্য করতে পারব না।’

[৪] প্রদীপ কুমার দাশ কক্সবাজারের টেকনাফ থানায় যোগদানের পর নিজস্ব বলয় তৈরি করেন। এরপর শুরু করেন অভিনব স্টাইলে চাঁদাবাজি। শুরুতে তিনি টার্গেট করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের। তিনি এই মাদক ব্যবসায়ীদের থানায় ধরে এনে আদায় করতেন কোটি কোটি টাকা। আবার অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের পরও ‘বন্দুকযুদ্ধে’র নামে হত্যার নজির তৈরি করেছেন। অভিযানের মুখে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এক পর্যায়ে এলাকা ছাড়া হলে প্রদীপ এলাকার ধনাঢ্য ও অবস্থা সম্পন্ন পরিবারের লোকজনকে টার্গেট করতে থাকেন।

[৫] অধিকাংশ বন্দুকযুদ্ধের ঘটনায় দুই থেকে তিনটি মামলা দায়ের করা হতো থানায়। এসব মামলায় আসামি করা হতো এলাকার সম্ভ্রান্ত পরিবারের লোকজনকে। তাদের চার্জশিট থেকে বাদ দেওয়ার নাম করে তিনি হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। অনেক ক্ষেত্রে এসব মামলার আসামিদের গ্রেফতারের নামে বাড়িতে চালানো হতো অভিযান। কথিত অভিযানে বাড়ি থেকে লুট করা হতো স্বর্ণালঙ্কার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র।

[৬] স্থানীয়দের অভিযোগ, পর্যটন শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেরিন ড্রাইভ তৈরি করা হলেও টেকনাফের ওসি এটিকে মৃত্যুপুরীতে পরিণত করেন। প্রদীপের হাতে সংঘটিত বন্দুকযুদ্ধের সিংহভাগ হয়েছে এই মেরিন ড্রাইভে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়