তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া ও বিজয়নগর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে সরাইল ২৫ বিজিবির জওয়ানরা। রবিবার সকাল থেকে দিনব্যাপী পরিচালিত অভিযানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক জব্দসহ ২ জনকে আটক করা হয়।
[৩ ]বিজিবি জানায়, আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপি’র আওতাধীন সীমান্ত আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে সাড়ে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো সদর উপজেলার সুলতানপুর এলাকার খোকন মিয়ার ছেলে লাদেন ও বিজয় নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার মো. শাকিল মিয়া।
[৪] অন্যদিকে বিজয়নগর উপজেলায় আলীনগর বিওপি’র আওতাধীন নোয়াবাদী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ০৪ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়। এছাড়াও সিংগারবিল বিওপি’র আওতাধীন নলগরিয়া নামক এলাকা থেকে ১১ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৫ বোতল ভারতীয় ইস্কফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী