শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা

মো. রিপন মিয়া: [২] কলমাকান্দায় ভাতাজির সাথে দিনমুজুরের মেয়ে প্রতিবন্ধী ভাতাভোগীকে (১৩) বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ কথিত নানার বিরুদ্ধে। ভিকটিমের বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিমের ২২ ধারা জবানবন্ধী রের্কড করার জন্য নেত্রকোণা জেলা আদালতে পাঠাবে পুলিশ।

[৩] এ ঘটনাটি ঘটেছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেংগ্নী গ্রামে অভিযুক্ত প্রতিবেশি কথিত নানা আবু তাহের ওরফে আবুল (৫০) ওই গ্রামের আমির হোসেন ওরফে তারুর ছেলে। সে পেশায় একজন পান ব্যববায়ী। মীমাংসা করার চেষ্টার চলছে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কথিত নানা পালিয়ে যায় এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

[৪] ভিকটিমের বড় বোন ও ভগ্নিপতি জানান, ঈদের দুই দিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত আবুল ভিকটিমের বাড়ির পাশের তার ভাই বাড়িতে আসে গরুর জন্য খড় নিতে। খড় নিয়ে যাবার সময় অভিযুক্তের ভাতিজির বায়না ধরে চাচার সাথে তার বাড়িতে যাবে। পরে আবুল নিজ ভাতিজিকে কোলে নিয়ে ভিকটিমের পরিবারের সম্মতিতে ভিকটিম আবুলের সাথে খড় নিয়ে বাড়িতে যায়। ওই রাতে আবুলের পরিবারের লোকজন না থাকায় অভিযুক্ত ভিকটিমের কাপড় খুলে শরীরের স্পর্শ কাতর স্থানে ও যৌনাঙ্গে স্পর্শ করে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

[৬] পরে ভিকটিম বাড়িতে এসে পরিবারের লোকজন জানালে পারিবারিক ভাবে মীমাংসার পর্যায়ে চলে যায়। কিন্তু ভিকটিমের বড় বোন ও ভগ্নিপতি চাকুরির সুবাদে বাড়িতে না থাকায় পরে বাড়িতে এসে আজ রোববার স্থানীয়ভাবে বিচার সালিশী জমায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

[৭] এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই শহীদুল ইসলাম শহীদ ও এস,আই নুর আলমসহ পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পাঠায়। প্রতিবন্ধী শিশুর ধর্ষনের চেষ্টা ঘটনা সত্যতা পাওয়ায় তাকে উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়