স্পোর্টস ডেস্ক: [২] যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন’ কথাটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের সাথে দারুণ ভাবে মিলে যায়। এই পেস বোলার ক্রিকেট মাঠে দাপট দেখানোর সাথে সাথে আগেই অভিনয়শিল্পীর তালিকায় নামও লিখিয়েছেন।
[৩] ২০১৬ সালে ‘লাইফ ইজ বিউটিফুল’ নামে একটি নাটক করেছিলেন জাহানারা। সেই নাটকের জাহানারার বিপরীতে আছেন ক্লোজ আপ তারকা মেহরাব। এছাড়া জাতীয় সাবেক তারকা ফুটবলার আরিফ খান জয়ও আছেন এই নাটকে।
[৪] এমন আরও দুটি নাটকের প্রস্তাব পেয়েছিলেন এই টাইগ্রেস পেসার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। স¤প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা বলেন, অভিনয় করার তেমন কোন ইচ্ছা নেই।
[৫] ক্রিকেটকে আমি এতটাই ভালবাসি যে, ক্রিকেট ছেড়ে অন্য কোনও পেশার কথা ভাবতেই পারি না। অনেক অনুরোধ করায় নাটকটা করেছিলাম। বলতে পারেন স্বাদবদলের জন্যই নাটক করেছিলাম।”
[৬] “তার পরে অনেকে নাটক করার প্রস্তাব দেন। দুটো সিনেমায় অভিনয় করার প্রস্তাবও এসেছিল। কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। অন্য কিছুতে আমি ফোকাস করতে চাই না। তা হলে ক্রিকেট থেকে ফোকাস নড়ে যাবে। আর সেটা আমি কোনও ভাবেই চাই না।” যোগ করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।- আনন্দ বাজার