নূর মোহাম্মদ : [২] শনিবার আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভার্চুয়াল মাধ্যমে এ বৈঠকে আপিল বিভাগের সব বিচারপতি ছাড়াও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বারের বর্তমান কমিটির নেতারা অংশ গ্রহণ করেন।
[৩] বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বার এবং বেঞ্চ একসঙ্গে থেকে এসব দূর করতে পদক্ষেপ নেব। প্রধান বিচারপতি বলেছেন, যে কোন অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
[৪] এছাড়া নিয়মিত কোর্ট খুলার বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান, বারের সম্পাদক। তিনি বলেন, এ বিষয়ে কয়েকদিন পরে সিদ্ধান্ত আসতে পারে।
[৫] উল্লেখ্য, প্রায় সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ কর্মকর্তাদের নানা অনিয়মের কথা শুনা যায়। বিচারপতিদের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরির ঘটনায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপরও মাঝে মধ্যেই এসব ঘটনা আলোচনায় আসে। সম্পাদনা : খালিদ আহমেদ