শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবকে প্রশংসা করে লেস্টারশায়ারের ‘বিশেষ’ পোস্ট

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বের প্রায় সব জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন সাকিব আল হাসান। ভারতের আইপিএল, পাকিস্তানের পিএসএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কোথায় খেলেননি তিনি! এই অলরাউন্ডার খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও।

[৩] ২০১৩ সালে লেস্টারশায়ারের হয়ে মাঠ মাতান সাকিব। সম্প্রতি এই ক্রিকেট ক্লাব নিজেদের ওয়েবসাইটে সাকিবকে নিয়ে ‘বিশেষ’ পোস্ট করেছে। চলতি মাসটা সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ হিসেবে পালন করছে লেস্টারশায়ার।

[৪] ফলে এর আগে দক্ষিণ এশিয়ার ক্রিকেটারদের মধ্যে যারা লেস্টারশায়ারে খেলেছেন তাদের নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে ক্লাবটি।

[৫] সবশেষ প্রতিবেদনে সাকিব ছাড়াও লেস্টারশায়ারের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ নবীর স্তুতি করা হয়েছে। সাকিব আল হাসানের ব্যাপারে লেস্টারশায়ার লিখেছে, ‘সাকিব বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি অলরাউন্ডার।

[৬] তিনি ২০১৩ সালে মাত্র এক মৌসুমের জন্য লেস্টারশায়ারে খেলেছেন। সেই মৌসুমে সাকিব দলের হয়ে সবগুলো ম্যাচই খেলেছে এবং তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৪৩*। ট্রেন্ট ব্রিজে তার এই ইনিংসের সুবাদেই নটসের বিপক্ষে লেস্টারশায়ার ৭ উইকেটের জয় পায়।

[৭] পোস্টে আরো লেখা হয়, সাকিব প্রতি ম্যাচেই বেশ কঠিন বোলিং করেছিলেন এবং ইয়র্কশায়ারের বিপক্ষে দুই উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে ৪৭ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় লেস্টারশায়ার।

[৮] ব্যস্ত একজন টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে মৌসুম শেষেই তিনি বার্বাডোজের বিমান ধরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আরেকটি টি- টোয়েন্টি টুর্নামেন্টে (সিপিএল) খেলতে যান। এই টুর্নামেন্ট চলাকালীন তিনি ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন, যা সেসময় টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার ছিল।’ -দ্যা ক্রিকেট ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়