সুজন কৈরী : [২] এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ জন। আক্রান্তের মধ্যে ২২ জন কর্মকর্তা, ৩৯৭ জন ব্যাটালিয়ন আনসার, ৩ জন মহিলা আনসার, ৫৭৭ জন সাধারণ আনসার, ৭ জন কর্মচারী, ১৮ জন ভিডিপি সদস্য, ৪ জন বিশেষ আনসার, ১৪ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, ৬ জন হিল আনসার এবং ৩ জন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার।
[৩] তাদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৫৪৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৫০৮জন। বিভিন্ন থানা, ক্যাম্প, হোটেল ও হোম কোয়ারেন্টাইনে আছেন ২০০ জন। কোভিড আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮১ জন সদস্য। কোভিডে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বাহিনীর একজন কর্মকর্তাসহ ৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
[৪] বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, শুক্রবার পর্যন্ত ৯ কর্মকর্তাসহ ৬৬৩ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৬৩ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হওয়াদের মধ্যে রয়েছেন ৯ জন কর্মকর্তা, ২০৮ জন ব্যাটালিয়ন আনসার, ৪১৩ জন সাধারণ আনসার, ৫ জন কর্মচারী, ৩ জন মহিলা আনসার, ৭ জন ভিডিপি সদস্য, একজন উপজেলা আনসার কমান্ডার, ৪ জন বিশেষ আনসার, ৪ জন হিল আনসার, ৯ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষকা।