শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাকের দাম কমলেও সবজিতে কেজিপ্রতি বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা, অপরিবর্তীত রয়েছে চাল, ডাল ও মসলা

শরীফ শাওন : [২] প্রতি আঁটি লাল শাকের দাম ১২ থেকে ১৫ টাকা, মূলা ও কলমি শাক ১০ থেকে ১২, লাউ ও কুমড়া শাক ৩০ থেকে ৪০ এবং পুঁই শাকের দাম ২৫ থেকে ৩০ টাকা।

[৩] শুক্রবার রাজধানীর মালিবাগ, মগবাজার, খিলগাঁও, রেলগেট বাজার, শান্তিনগর ও সেগুণবাগিচা কাঁচা বাজারসহ অস্থায়ী বাজার ঘুরে দর দামের এমন চিত্র দেখা যায়।

[৪] সবজির দাম বেড়ে বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, পটল ৪০ থেকে ৫০ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫০ টাকায়, ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, কাকরোল আকার ভেদে ৫০ থেকে ৮০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, কচুর ছড়া ৬০ থেকে ৭০ টাকায় ও প্রতি কেজি কচুর লতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি হালি কাঁচকলা ৪০ টাকায় ও লেবু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে করলা, বেগুন ও গাজরের।

[৫] আগের দামে থাকা প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ টাকা, আদা ১৩০ থেকে ১৪০ টাকা, মিনিকেট চাল ৫২ থেকে ৫৪, বাসমতী ৫৮ থেকে ৬০, পায়জাম ৪৪, আটাশ ৪৪ থেকে ৪৫, আতোপ ৫৫ থেকে ৬০ ও পোলাওয়ের চাল ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ডাবরি ডাল ৪৫ টাকা, অ্যাংকর ৫০, মসুর ১২০, সোয়াবিন ৯৫ থেকে ১০৫ ও সরিষার তেল ২০০ টাকা লিটার বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম ১০ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়