শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাকের দাম কমলেও সবজিতে কেজিপ্রতি বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা, অপরিবর্তীত রয়েছে চাল, ডাল ও মসলা

শরীফ শাওন : [২] প্রতি আঁটি লাল শাকের দাম ১২ থেকে ১৫ টাকা, মূলা ও কলমি শাক ১০ থেকে ১২, লাউ ও কুমড়া শাক ৩০ থেকে ৪০ এবং পুঁই শাকের দাম ২৫ থেকে ৩০ টাকা।

[৩] শুক্রবার রাজধানীর মালিবাগ, মগবাজার, খিলগাঁও, রেলগেট বাজার, শান্তিনগর ও সেগুণবাগিচা কাঁচা বাজারসহ অস্থায়ী বাজার ঘুরে দর দামের এমন চিত্র দেখা যায়।

[৪] সবজির দাম বেড়ে বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, পটল ৪০ থেকে ৫০ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫০ টাকায়, ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, কাকরোল আকার ভেদে ৫০ থেকে ৮০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, কচুর ছড়া ৬০ থেকে ৭০ টাকায় ও প্রতি কেজি কচুর লতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি হালি কাঁচকলা ৪০ টাকায় ও লেবু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে করলা, বেগুন ও গাজরের।

[৫] আগের দামে থাকা প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ টাকা, আদা ১৩০ থেকে ১৪০ টাকা, মিনিকেট চাল ৫২ থেকে ৫৪, বাসমতী ৫৮ থেকে ৬০, পায়জাম ৪৪, আটাশ ৪৪ থেকে ৪৫, আতোপ ৫৫ থেকে ৬০ ও পোলাওয়ের চাল ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ডাবরি ডাল ৪৫ টাকা, অ্যাংকর ৫০, মসুর ১২০, সোয়াবিন ৯৫ থেকে ১০৫ ও সরিষার তেল ২০০ টাকা লিটার বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম ১০ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়