শরীফ শাওন : [২] প্রতি আঁটি লাল শাকের দাম ১২ থেকে ১৫ টাকা, মূলা ও কলমি শাক ১০ থেকে ১২, লাউ ও কুমড়া শাক ৩০ থেকে ৪০ এবং পুঁই শাকের দাম ২৫ থেকে ৩০ টাকা।
[৩] শুক্রবার রাজধানীর মালিবাগ, মগবাজার, খিলগাঁও, রেলগেট বাজার, শান্তিনগর ও সেগুণবাগিচা কাঁচা বাজারসহ অস্থায়ী বাজার ঘুরে দর দামের এমন চিত্র দেখা যায়।
[৪] সবজির দাম বেড়ে বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, পটল ৪০ থেকে ৫০ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫০ টাকায়, ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, কাকরোল আকার ভেদে ৫০ থেকে ৮০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, কচুর ছড়া ৬০ থেকে ৭০ টাকায় ও প্রতি কেজি কচুর লতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি হালি কাঁচকলা ৪০ টাকায় ও লেবু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে করলা, বেগুন ও গাজরের।
[৫] আগের দামে থাকা প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ টাকা, আদা ১৩০ থেকে ১৪০ টাকা, মিনিকেট চাল ৫২ থেকে ৫৪, বাসমতী ৫৮ থেকে ৬০, পায়জাম ৪৪, আটাশ ৪৪ থেকে ৪৫, আতোপ ৫৫ থেকে ৬০ ও পোলাওয়ের চাল ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ডাবরি ডাল ৪৫ টাকা, অ্যাংকর ৫০, মসুর ১২০, সোয়াবিন ৯৫ থেকে ১০৫ ও সরিষার তেল ২০০ টাকা লিটার বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম ১০ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ