ওমর ফারুক : [২] জাপানি উদ্যোক্তা প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকস এই স্মার্ট মাস্কটি বানিয়েছেন।
[৩] সিএনএন জানায়, বিশেষ ধরনের এ মাস্ক স্বাস্থ্য সুরক্ষা দেয়ার পাশাপাশি যোগাযোগ ও সামাজিক দূরত্বের বিষয়টি সহজে নিশ্চিত করতে পারবে।
[৪] সি-ফেস স্মার্ট মাস্ক নামের এ পণ্যটির সঙ্গে যুক্ত করা যায় অ্যাপ। কণ্ঠস্বর বাড়িয়ে তোলা, কথাবার্তার প্রতিলিপি লেখা সেইসঙ্গে আটটি ভিন্ন ভাষায় তা অনুবাদ করতে পারে এটি। মূলত এয়ারলাইন ও সুপার মার্কেটের কর্মীদের জন্য এই স্মার্ট মাস্কের নকশা করা হয়। করোনা সংক্রমণ ঠেকানোর পাশাপাশি উন্নত যোগাযোগের জন্য এ মাস্ক ব্যবহার করা যাবে।
[৫] স্মার্ট ফোনে ব্লুটুথের মাধ্যমে মাস্কটি সংযুক্ত করতে হয়। এরপর অ্যাপের মাধ্যমে জাপানি থেকে ইংরেজি, চীনা, কোরিয়ান, ভিয়েতনামি, ইন্দোনেশিয়ান, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ও ভাষায় অনুবাদ করা যায়।
[৬] ডোনাট জানিয়েছে, ডিসেম্বর নাগাদ জাপানে ৫ থেকে ১০ হাজার মাস্ক তারা সরবরাহ করতে পারবে। প্রতিটি মাস্কের দাম পড়বে ৪০ থেকে ৫০ মার্কিন ডলার। আগামী বছরের এপ্রিল মাস নাগাদ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এ মাস্ক সরবরাহ করার ভাবছে জাপানের প্রতিষ্ঠানটি। সম্পাদনা : খালিদ আহমেদ