বগুড়া প্রতিনিধি: [২] এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৪৯জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বগুড়ায় সরকারি বেসরকারি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২১৮টি নমুনার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১জন। এর মধ্যে পুরুষ ৩৪জন, নারী ১৬জন ও একজন শিশু রয়েছে। নতুন আক্রান্ত ৫১জনের মধ্যে ১৮ থেকে ৪০ বছরের ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৩ জন, ৫১ থেকে ৭০ বছরের ২০জন এবং একজনের বয়স ৭০ বছরের উপরে।
[৪] বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩২টি। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৩০টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১৯টি।
[৫] নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে বগুড়া সদরে ৪৩জন, দুপচাঁচিয়ায় তিনজন, আদমদীঘিতে দুইজন, শেরপুরে দুইজন এবং শিবগঞ্জে একজন। একই সময়ে নতুন করে আরও সুস্থ হয়েছেন ১২৩ জন। এই নিয়ে অত্র জেলায় করোনাভাইরাস থেকে মোট সুস্থ হলেন ৩হাজার ৭৭২জন। নতুন করে আরও ৩ জনের মৃত্যু হওয়ায় জেলায় মোট মৃত্যু ১১২জন।
[৬] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্ত ৫১জনকে তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী