শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭৭, সুস্থ ২০৭৪ (ভিডিও)

মহসীন কবির : [২] বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ৩৩০৬ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৯  হাজার ৬৫১ জন। মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাসায় ৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ঢাকা বিভাগে ১৭ জন চট্টগ্রামের ৭ জন, সিলেটের ২ জন, রংপুরের ৩ জন, রাজশাহীর ৩ জন, খুলনার ৪ জন, ময়মনসিংহের ১ জন এবং বরিশাল বিভাগের ২ জন।

[৪] বয়স বিশ্লেষণ করে তিনি জানান, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, এবং অন্যান্য বয়স মিলে মোট মৃত্যু হয়েছে ৩৯জনের।

[৫] বুলেটিনে জানানো হয়, দেশের ৮৩টি ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ১৩ হাজার ১৮৯ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১২ হাজার ৭০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৪৩ শতাংশ।

[৬] ডা. বায়জীদ খুরশীদ জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৭৪ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ।

[৭] ডা. বায়জীদ খুরশীদ জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৯৫৫ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫৪ হাজার ৩৬০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩৬ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৫ হাজার ৬৮৬ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৭৪ জন।

[৮] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়