শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বনাথের পর এবার করোনা পজেটিভ আরও তিন ফুটবলার

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ক্যাম্প শুরু করতে যাচ্ছিল বাংলাদেশ দল। কিন্তু, এই ক্যাম্প শুরুর আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ প্রথম ধাপে যোগ দেওয়ার জন্য কোভিড-১৯ পরীক্ষা করানো ১২ ফুটবলারকে। যাদের মধ্যে তিনজনের পজেটিভ এসেছে।

[৩] সকালেই জানা যায় কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছেন ফুটবলার বিশ্বনাথ ঘোষ। বাফুফের নির্দেশনা ছিল প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩৬ ফুটবলারকে ব্যক্তিগতভাবে কোভিড-১৯ পরীক্ষার। সেই পরীক্ষা করেই নিজের ও স্ত্রী’র করোনা হয়েছে জানতে পারেন বিশ্বনাথ। তাই তিনি যে ক্যাম্পে যোগদান দিচ্ছেন না সেটি নিশ্চিত হয় আজ ৫ আগস্ট বুধবার সকালেই।

[৪] এছাড়া বাফুফে আজ থেকেই নিজেদের উদ্যোগে ফুটবলারদের করোনা পরীক্ষা করিয়ে ক্যাম্পে ফুটবলারদের উঠানোর প্রক্রিয়া শুরু করেছিল। প্রথম ধাপে আজ ১২ ফুটবলারের করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে তিন ফুটবলারের পজেটিভ ধরা পড়ে।

[৫] যারা হলেন, ম্যাথিউস বাবলু , নাজমুল ইসলাম রাসেল এবং সুমন রেজা। এর মধ্যে বাবলু ও রাসেল এফসি পুলিশ ও সুমন উত্তরা বারিধারার ফুটবলার। এই তিনজনই প্রথাম বারের মতো ডাক পেয়েছিলেন প্রাথমিক দলে।

[৬] এর আগে মতিন মিয়া, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদকে না ছাড়ার কথা বলেছে বসুন্ধরা কিংস। প্রবাসে থাকায় ক্যাম্পে যোগদান দিতে পারছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজী। এই ৫ জনসহ নতুন করে আরও ৪ জন। সবমিলিয়ে ক্যাম্পে এখন নিশ্চিতভাবে ৯ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ।

[৭] আগামি দুই দিনে আরও ১৮ জন ফুটবলারের করোনা পরীক্ষা করা হবে। সেখান থেকে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বেশ ভোগান্তিই পোহাতে হবে বাফুফেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়