শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বনাথের পর এবার করোনা পজেটিভ আরও তিন ফুটবলার

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ক্যাম্প শুরু করতে যাচ্ছিল বাংলাদেশ দল। কিন্তু, এই ক্যাম্প শুরুর আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ প্রথম ধাপে যোগ দেওয়ার জন্য কোভিড-১৯ পরীক্ষা করানো ১২ ফুটবলারকে। যাদের মধ্যে তিনজনের পজেটিভ এসেছে।

[৩] সকালেই জানা যায় কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছেন ফুটবলার বিশ্বনাথ ঘোষ। বাফুফের নির্দেশনা ছিল প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩৬ ফুটবলারকে ব্যক্তিগতভাবে কোভিড-১৯ পরীক্ষার। সেই পরীক্ষা করেই নিজের ও স্ত্রী’র করোনা হয়েছে জানতে পারেন বিশ্বনাথ। তাই তিনি যে ক্যাম্পে যোগদান দিচ্ছেন না সেটি নিশ্চিত হয় আজ ৫ আগস্ট বুধবার সকালেই।

[৪] এছাড়া বাফুফে আজ থেকেই নিজেদের উদ্যোগে ফুটবলারদের করোনা পরীক্ষা করিয়ে ক্যাম্পে ফুটবলারদের উঠানোর প্রক্রিয়া শুরু করেছিল। প্রথম ধাপে আজ ১২ ফুটবলারের করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে তিন ফুটবলারের পজেটিভ ধরা পড়ে।

[৫] যারা হলেন, ম্যাথিউস বাবলু , নাজমুল ইসলাম রাসেল এবং সুমন রেজা। এর মধ্যে বাবলু ও রাসেল এফসি পুলিশ ও সুমন উত্তরা বারিধারার ফুটবলার। এই তিনজনই প্রথাম বারের মতো ডাক পেয়েছিলেন প্রাথমিক দলে।

[৬] এর আগে মতিন মিয়া, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদকে না ছাড়ার কথা বলেছে বসুন্ধরা কিংস। প্রবাসে থাকায় ক্যাম্পে যোগদান দিতে পারছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজী। এই ৫ জনসহ নতুন করে আরও ৪ জন। সবমিলিয়ে ক্যাম্পে এখন নিশ্চিতভাবে ৯ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ।

[৭] আগামি দুই দিনে আরও ১৮ জন ফুটবলারের করোনা পরীক্ষা করা হবে। সেখান থেকে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বেশ ভোগান্তিই পোহাতে হবে বাফুফেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়