শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে রাজবাড়ীতে আরেকটি মানহানী মামলা

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: [২] ফরিদপুরের আলোচিত সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে রাজবাড়ীতে আরেকটি মানহানী মামলা দায়ের হয়েছে।

[৩] বুধবার রাজবাড়ীর ২ নং আমলী আদালতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনোয়ার হোসেন জনি বাদী দন্ড বিধির ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য পাংশা উপজেলা নির্বাহী অফিসারকে আদেশ দিয়েছেন।

[৪] মামলায় উল্লেখ করা হয়েছে, মামলার বাদী মনোয়ার হোসেন জনি ছাত্র জীবনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ করতেন। শিক্ষা জীবন শেষে তিনি সরকারী চাকরী পান। বাদীর পিতা একজন মুক্তিযোদ্ধা এবং পিতা-মাতা ও সহোদর ভাইও সরকারী চাকরীজীবী।

[৫] বাদীর শত্রু পক্ষের লোকজনের দ্বারা বশীভূত হয়ে সাংবাদিক প্রবীর শিকদার গত ২৯/০৭/২০২০ ইং তারিখে ‘পাংশার অধ্যক্ষ আরজ এর বাড়ীতে বোমা হামলার নায়ক জনি ও ইউসুফ মেম্বর, নেপথ্যে জিল্লুল হাকিম এমপির পুত্র মিতুল হাকিম’; একই তারিখে ‘এই সেই মনোয়ার হোসেন জনি, যাহাকে গ্রেফতার করলে মিলবে বিশাল অস্ত্রের ভান্ডার’ এবং ০১/০৮/২০২০ ইং তারিখে ‘স্যালুট রাজবাড়ী পুলিশকে রাজবাড়ী-২ সংসদীয় আসনের এমপি জিল্লুল হাকিমের পুত্র মিতুল হাকিমের নিজস্ব ক্যাডার গ্রুপ মনোয়ার হোসেন জনির নেতৃত্বে হাতুড়ি বাহিনীর দুর্ধর্ষ ক্যাডার আলামিন মন্ডলকে দেশে তৈরী একটি শুটার গান, ৫ রাউন্ড গুলি ও চাপাতিসহ পাংশা থানা পুলিশ গ্রেফতার করেছে’ মর্মে তার (জনি) ছবিসহ প্রচার করেন। উল্লেখিত মিথ্যা প্রচারে বাদীর ১ কোটি টাকার মানহানী হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়