শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের যেকোনো অপকর্মের কঠিন জবাব দেয়ার হুমকি দিলো পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনারা কোনো রকমের অপকর্ম করলে তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনারা কোনো রকমের অপকর্ম করলে তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেয়া হবে।

গতকাল শনিবার মুলতান শহরে পবিত্র ঈদুল আজহার নামায শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন।

কোরেশি বলেন, ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ করতে যাচ্ছে। এ ঘটনার নিন্দা জানান শাহ মেহমুদ কোরেশি।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫ আগস্ট বুধবার পাকিস্তান ইয়াউম-ই-ইসতেসাল পালন করবে যার মাধ্যমে কাশ্মিরের জনগণকে সুস্পষ্ট বার্তা দেয়া হবে যে, তারা একা নন।

কোরেশি জানান, ৫ আগস্ট সকাল ১০টায় পাকিস্তান জুড়ে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খান আযাদ কাশ্মিরের সংসদে বক্তব্য রাখবেন।

এছাড়া, প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে একটি র‍্যালিতে নেতৃত্ব দেবেন। পাশাপাশি প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে স্থানীয়ভাবে র‍্যালি অনুষ্ঠিত হবে। বিভিন্ন শহরে সেমিনারের আয়োজন করা হবে বলেও শাহ মেহমুদ কোরেশি জানান।

পাক পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, কাশ্মিরের জনগণের মুক্তি ও আত্মনিয়ন্ত্রণাধিকারের লড়াইয়ে পাকিস্তান সরকার নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়া অব্যাহত রাখবে। পার্সটুডে, নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়