লাইজুল ইসলাম: [২] এবারের ঈদের ছুটি তিন দিন। তারওপর সবাইকে কর্মস্থলে থাকার পরামর্শ দিয়েছে সরকার। কিন্তু এই বার্তা কেউ মানেনি। ঝুঁকি নিয়ে লঞ্চ ও বাসে করে নিজস্ব গন্তব্যে যাত্রা করেছেন রাজধানীবাসী।
[৩] শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে হাজারো মানুষের ভীড়। কেউ লঞ্চে উঠেছেন কেউ বা দাঁড়িয়ে আছেন পন্টুনে। একে অন্যের সঙ্গে কোনো ধরনের সামাজিক দূরুত্ব নেই যাত্রীদের। কোভিড মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে বাড়ি কেনো যাচ্ছেন প্রশ্নের উত্তরে সোগির মিয়া জানান, গত ঈদে বাড়ি যেতে পারিনি। এবার যেতেই হবে। পরিবার বাড়িতে আছে। তাদের সঙ্গে দেখা করতে হবে।
[৪] লঞ্চের ভিতরের অবস্থা আরো খারাপ। এক যাত্রী আরেক যাত্রীর গায়ে ঘেষে বসে আছে। তাদের নেই কোনো মাস্ক। বাচ্চাদের ঝুঁকি আরো বেশি। এই অবস্থায় জীবনের ঝুঁকি থাকলেও বাড়ি যাবার জন্য যেনো মরিয় রাজধানীবাসী। সুমন তার সন্তান নিয়ে যাচ্ছেন বাড়ি। জিজ্ঞেস করতেই জানান, বৃদ্ধ মা আছে বাড়িতে। তাকে দেখতে যাচ্ছি। কিন্তু বাচ্চার জীবনের নিরাপত্তারা কথা জিজ্ঞেস করতেই আর কোনো উত্তর নেই তার।
[৫] লঞ্চের এক কর্মীর হাতে জ্বর মাপার যন্ত্র থাকলেও তা সচল না অচল তা বোঝার উপায় নেই। লঞ্চ কর্মী শিপন বলেন, এত মানুষ কাকে রেখে কাকে মাপবো।
[৬] এদিকে, রাজধানী থেকে সড়ক পথে যাত্রীরা বাড়ি ফিরছেন। তবে সড়কে তেমন ভীড় দেখা যায়নি। আর ট্রেনে যারা গেছেন, তারা গিয়েছেন সবচেয়ে শান্তিতে। প্রকৃত স্বাস্থ্য বিধি মানা হয়েছে ট্রেনগুলোতে।