শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলাবতে চলছে মোটরসাইকেল চুরির হিড়িক

প্রদীপ কুমার, বেলাব প্রতিনিধি : [২] নরসিংদী জেলার বেলাব উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রামগুলোতে নিয়মিত বিরতিতে চলছে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি চুরির হিড়িক।

[৩] শুধুমাত্র গত মার্চ থেকে জুলাই পর্যন্ত এ উপজেলায় বেশ কয়েকটি মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা ও সিএনজি চুরি হয়। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন মার্কেটের পার্কিং এরিয়া, বাসা-বাড়ির গেইট অভিনব কায়দায় খুলে কিংবা চালককে নির্জন স্থানে নিয়ে অচেতন করে ঘটছে এসব ঘটনা। একেক সময় একেক স্থান থেকে পরিকল্পিতভাবে নিয়ে যাচ্ছে মানুষের অতিপ্রিয় এ যানগুলো।

[৪] বহু কষ্টের টাকায় বা কিস্তিতে কেনা মোটরসাইকেল ও অন্যান্য যানের মালিকগণের ভাষ্য তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এমনকি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এর কোন প্রতিকার পাচ্ছেন না।

[৫] খুঁজ নিয়ে জানা গেছে এ উপজেলার প্রত্যন্ত গ্রাম ভাবলা থেকেই তিনটি মোটরসাইকেল এছাড়াও চকমখোলা, গোবিন্দপুর ও পোড়াদিয়া থেকে গত কয়েক মাসে ১ টি সিএনজি ও ৬ টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে।

[৬] ভাবলা গ্রামের মৃত- আবুল হাসিমের ছেলে ভুক্তভোগী আবদুল্লাহ জানান গত মার্চে আমার apache-160 মোটরসাইকেলটি চুরি যাওয়ার পর বেলাব থানায় একটি অভিযোগ দাখিল করি। দফায় দফায় থানার ওসি, এলাকার লোকজন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সবার নিকট দৌড়াদৌড়ি করেও কোন সুরাহা করতে পারিনি।

[৭] আওয়ামী লীগ নেতা ও বর্তমান জেলা পরিষদ সদস্য এড. শহীদুল্লাহ্ বলেন, বেলাব উপজেলা পরিষদের সামনে আমার apache - 150 মোটরসাইকেলটি রেখে একটি জরুরি কাজে উপরে যাই। কয়েক মিনিট পর নেমেই দেখি আমার মোটরসাইকেলটি নেই। এরপর শত খোঁজাখুঁজি, থানায় অভিযোগ, উপজেলা প্রশাসন সহ সকলের সহযোগিতা সত্বেও আর খুঁজে পাইনি। ঠিক একই রকম অভিযোগ করেন ভাবলা গ্রামের রাতুল খন্দকার, ইসমাইল খন্দকার, চকমখোলার আওয়াল মিয়া, পোড়াদিয়ার রাসেল ভূঁইয়া সহ অনেকে।

[৮] পাটুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফরানুল হক ভূঁইয়া জামান জানান, 'দীর্ঘদিন ধরে আমার ইউনিয়নে এমন অভিযোগ আসছে। আমরা চেষ্টা করছি এ চুর চক্রটিকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে। কিন্তু ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে একেক সময় একেক এলাকায় ঘটছে। তবে এমনটি বেশিদিন চলতে দেয়া যাবে না। আমার মেম্বারদের এ বিষয়ে সতর্ক থাকতে ও তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছি। আমি এ ব্যাপারে আগেও ওসি সাহেবের সাথে কথা বলেছি প্রয়োজনে নিয়মিত যোগাযোগ রাখবো।'

[৯] বেলাব থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন পলাশ জানান, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়