সুজন কৈরী: [২] ফরিদপুরের কোতোয়ালীর বনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাব্বি (২০) নামের নিষিদ্ধ ঘোষিত ওই জঙ্গি সংগঠনের সদস্যকে আটক করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
[৩] শুক্রবার এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন তথ্য ও নিজস্ব ইন্টেলিজেন্সের ভিত্তিতে ২৯ জুলাই অভিযান চালায় বাহিনীর একটি দল। এ সময় আব্দুর রাব্বিকে আটক করা হয়। তার কাছ থেকে জঙ্গীবাদী কর্মকাণ্ড ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট ও উগ্রবাদ সম্পর্কিত বই উদ্ধার করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাব্বি নিজেকে নব্য জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। রাব্বি ফেসবুক আইডি ও পেইজ ব্যবহার করে দেশে ইসলামী খেলাফত সংক্রান্ত মতবাদ প্রতিষ্ঠার জন্য তিনি ও তার সহযোগীরা প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। জঙ্গী কার্যক্রমের মাধ্যমে যেকোনো মূল্যে কথিত খেলাফত প্রতিষ্ঠা করাই ছিলো তাদের দলের মূল উদ্দেশ্যে। সেই লক্ষ্যে তারা ফেইসবুকসহ বিভিন্ন সিকিউরড অ্যাপস ব্যবহার করে তাদের মতবাদ প্রচার ও প্রসারে সচেষ্ট ছিলো। এই কর্মকান্ডের অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের বই, লিফলেট ও প্রচারপত্র তৈরী করতো এবং অনলাইনে তা বিরতণ করতো। এসব প্রক্রিয়ায় তারা সংগঠনের নতুন সদস্য হিসেবে যুবকদের অন্তভর্‚ক্তির অপচেষ্টা চালাচ্ছিলো। তাছাড়া ফেইসবুক পেইজও গ্রুপে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তারা খিলাফত প্রতিষ্ঠায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, মুজিববর্ষ নিয়ে কট‚ক্তি, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করতে পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিলো।
[৫] আটক রাব্বির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।