আনিস তপন: [২] প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ১ম কিস্তিতে ৬৪ জেলার তিন হাজার ২০০ জন সংস্কৃতিসেবীকে ১ কোটি ৬০ লক্ষ টাকা ও ২য় কিস্তিতে তিন হাজার ৪০ জন সংস্কৃতিসেবীকে ১ কোটি ৫২ লক্ষ টাকা এবং ঢাকা মহানগরীতে সংস্কৃতিসেবীদের মাঝে ১ম কিস্তিতে এক হাজার ৩৩৯ জনকে ৬৬ লক্ষ ৯৫ হাজার টাকা ও ২য় কিস্তিতে এক হাজার জনকে ৫০ লক্ষ টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে বিতরণ করা হয়।
[৩] বিভিন্ন সাংস্কৃতিক সংঘ, প্রতিষ্ঠান ও ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে সরাসরি এক হাজার ২১ জন সংস্কৃতিসেবীকে প্রায় ৩৭ লক্ষ টাকার বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।
[৪] বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। সম্পাদনা : খালিদ আহমেদ