শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক হাজার হাজি মিনায়

রাশিদ রিয়াজ : [২] সৌদি সরকারি বার্তা সংস্থা থেকে শুরু করে একাধিক মিডিয়া দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতদিন ১৬০টি দেশের ১০ হাজার হাজিকে নিয়ে প্রতীকী হজ করার কথা বলে আসলেও এ সংখ্যা শেষ পর্যন্ত এক হাজারে হ্রাস করা হয়েছে। এব্যাপারে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। সিএনএন/আরব নিউজ/গালফ

[৩] ওই এক হাজার হাজি পবিত্র নগরী মক্কা থেকে ইহরাম বেঁধে মিনায় যান। মক্কা থেকে ৭ কিলোমিটার দূরে মিনায় হজে অংশগ্রহণকারীরা ৫ ওয়াক্ত তথা জোহর, আসর, মাগরিব, ইশা ও হজের দিন ফজরের নামাজ আদায় করেন।

[৪] মিনায় অবস্থানকারী হাজিরা আজ বৃহস্পতিবার সকালে আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেবেন। সারাদিন সেখানে তারা ইবাদত-বন্দেগিতে সময় অতিবাহিত করবেন। আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা।

[৫] মিনায় পাথর নিক্ষেপের নুড়ি হজ কর্তৃপক্ষ বিশেষ ব্যাগের মাধ্যমে সরবরাহ করবে। পাথর নিক্ষেপসহ সব কাজের সময় মাস্ক ব্যবহার ও দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

[৬] নিরাপত্তার অংশ হিসেবে এবার কাবা চত্ত্বর তথা তার আশপাশের নির্ধারিত এলাকায় অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। শুধু সৌদি কর্তৃপক্ষ অনুমোদিত কার্ডধারী নিরাপত্তা, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য দায়িত্বশীলরা যাতায়াত করতে পারবেন। এর বাইরে কেউ গেলে জরিমানা গুণতে হবে।

[৭] কোভিড মহামারির কারণে এবার সীমিত পরিসরে দেশটিতে অবস্থানরত বিদেশি ও স্থানীয়দের এক হাজার জনকে নিয়ে এবার হজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর প্রায় ২৫ লাখ লোক হজে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়