শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডসের জন্মদিন আজ

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটে দুর্দান্ত ফিল্ডিং দেখা মাত্র ক্রিকেটপ্রেমীদের মনিকোঠায় সবার আগে যিনি হাজির, তিনি হলেন জোনাথন নেইল জন্টি রোডস। সংক্ষেপে জন্টি রোডস নামেই পরিচিত। লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের মতে আধুনিক ক্রিকেটে ফিল্ডিংয়ে নতুন মানদÐ ঠিক করে দিয়েছেন জন্টি রোডস। ক্রিকেট ইতিহাসের সেরা এই ফিল্ডারের ৫১ তম জন্মদিন আজ।

[৩] জন্টি রোডস ১৯৬৯ সালের ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশে জন্মগ্রহণ করেন। মাত্র ২২ বছর বয়সে ১৯৯২ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জন্টির। ক্যারিয়ারের শুরু থেকেই অনবদ্য ফিল্ডিংয়ের জন্য আলাদাভাবে সবার নজর কাড়েন। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে পয়েন্ট থেকে দৌড়ে স্ট্যাম্পের কাছাকাছি এসে লাফিয়ে বল দিয়ে তিনটি স্ট্যাম্পই ভেঙ্গে ফেলেন।

[৪] অবিশ্বাস্য এক রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইনজামাম-উল-হক। রান আউটটি নিয়ে ব্যাপক আলোচনা হয়, প্রশংসায় ভাসেন জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার রাস্তার পাশের বিলবোর্ডগুলোতে দেখা মেলে উড়ন্ত জন্টি রোডসের। ওই আউটের দৃশ্যটি এখনও পর্যন্ত বিশ্বকাপের সেরা মুহুর্তগুলোর একটি।

[৫] এছাড়া জন্টির নামের পাশে অবিশ্বাস্য ক্যাচ আর রান আউটের কমতি নেই। ফিল্ডিংয়ের কারনে বেশি আলোচনায় আসায় জন্টি রোডসের ব্যাটিং নিয়ে খুব বেশি আলোচনা হয় না। তবে ব্যাট হাতেও কিন্তু কম পারদর্শী ছিলেন না তিনি। ৫২ টেস্টে পঁয়ত্রিশের কিছু বেশি গড়ে জন্টির ঝুলিতে ২৫৩২ রান। ১৭ ফিফটির পাশে সাথে ৩ টি টেস্ট সেঞ্চুরিও আছে। ওডিআইতে ২৪৫ ম্যাচে জন্টির রান ৫৯৩৫; গড় ৩৫.১১। এই সংস্করণে ফিফটি ৩৩ ও সেঞ্চুরি ২ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়