শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পপির শ্বাসকষ্ট কমেছে

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়িকা পপির শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। শ্বাসকষ্ট কমেছে তার। শনিবার এমনটাই জানিয়েছেন পপি। তিনি বলেন, আগের চেয়ে ভালো অনুভব করছি। শ্বাসকষ্টের তীব্রতা কমে গেছে। আমার খাওয়াদাওয়া করতে অসুবিধা হচ্ছে না। তবে শরীর প্রচ- দুর্বল হয়ে গেছে। পারিবারিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি।

এর আগে শুক্রবার করোনা আক্রান্ত হওয়ার খবরটি খুলনা থেকে মুঠোফোনে গণমাধ্যমকে নিজেই জানান তিনি।

পপি বলেন, বেশ কিছুদিন থেকে শরীরে জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর দুর্বল হওয়ায় কিছুই ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট বেড়ে গেলে আমাকে পরিবারের লোকেরা করোনার নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। করোনার নমুনা দেওয়ার পর গেল বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।

বাংলাদেশে করোনা সংক্রমণের আগেই পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। নিজের সামর্থের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অস্বচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন।

পপির পরিবার জানায়, দিন ছাড়া রাতেও পপি শহরের রাস্তার মানুষদের সাহায্য দিতেন। মানুষকে সহযোগিতা করতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন।

লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন চিত্রনায়িকা পপি। এরপর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি।

পূর্বপশ্চিমবিডি, সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়