শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বর্জন কোনো স্থায়ী সমাধান নয়: বিএনপি

ডেস্ক রিপোর্ট: চলমান করোনা মহামারি ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকার দুটিসহ চারটি উপনির্বাচনে অংশ নেবে বিএনপি।

শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। প্রায় দুই ঘণ্টার বৈঠকে চলমান পরিস্থিতি ছাড়াও বন্যার্তদের পাশে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় সংসদের শূন্য হওয়া ওই চারটি আসনের মধ্যে রয়েছে, ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ ও পাবনা-৪। এর আগে বিএনপি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও বন্যা পরিস্থিতি অবনতির কারণে বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেয়নি।

বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির বৈঠকে উপ-নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে দ্বিধাবিভক্ত মত আসে। পরে সবাই একমত হন, করোনা ও বন্যা পরিস্থিতির উন্নতি হলে জয়-পরাজয় যাই হোক বিএনপি উপ নির্বাচনে যাবে। নির্বাচন বর্জন কোনো স্থায়ী সমাধান নয় বলেও স্থায়ী কমিটির আলোচনায় উঠে আসে।

বৈঠকে উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের সতর্কতার সঙ্গে মাঠে থাকার দিক নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠক সূত্র জানায়, পুনর্গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা।

বৈঠকে লন্ডন থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ নিজ বাসা থেকে বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।দেশ রূপান্তর, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়