স্পোর্টস ডেস্ক: [২] শিরোপা জিতলেন কিন্তু হারালেন গাড়ি! শিরোনাম পড়েই চমকে উঠার দরকার নেই, এটাই ঘটেছে লিভারপুল মিডফিল্ডার ফাবিনহোর সাথে।
[৩] আগেই নিশ্চিত হয়ে গেছিল ৩০ বছরের অপেক্ষা শেষে অবশেষে ইপিএলের ট্রফি ঘরে তুলতে যাচ্ছে অলরেডরা। গত বুধবার ছিল সেই দিন কারণ এদিনই লিগে লিভারপুলের শেষ ম্যাচ ছিল। যে ম্যাচে প্রতিপক্ষ চেলসিকে ৫-৩ গোলে হারিয়ে একেবারে নিখুঁত ফিনিশ ঘটায় তারা।
[৪] এই ম্যাচের পরই ইপিএলের এবারের মৌসুমের ট্রফি তুলে দেয়া হয় লিভারপুলের হাতে। মাঠে আনন্দ উল্লাসে মেতে ওঠে লিভারপুলের ফুটবলাররা। আর ঠিক তখনই মিডফিল্ডার ফাবিনহোর বাড়িতে হানা দেয় চোর। নিয়ে যায় ফাবিনহোর বিলাসবহুল অডি আরএস৬ গাড়ি সহ দামি গয়না। পুলিশের সাহায্যে গাড়ি উদ্ধার হলেও এখনও গয়না উদ্ধার করা যায়নি।
[৫] এদিকে মার্সিসাইড পুলিশ জানায়, হয়তো বুধবার মধ্যরাত বা পরের দিন ভোররাতের দিকেই ঘটে থাকতে পারে এই চুরির ঘটনা। সিসিটিভি থেকে পাওয়া তথ্য দ্বারা পুলিশ গয়না উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
[৬] মাঠের শিরোপা উৎসবের জন্য ওই সময় ফাবিনহোর বাড়ি ছিল পুরো খালি। পরে সকালে পুরো পরিবার সহ বাড়িতে এসে দেখেন এই ঘটনা।-দ্যা হুইসাল