শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিপাইনের হকি স্টেডিয়ামে আটকা পড়েছে সাড়ে ৯ হাজার মানুষ, সংক্রমণের ঝুঁকি

সিরাজুল ইসলাম : [২] বিভিন্ন প্রদেশে নিজ বাড়িতে ফেরার জন্য শনিবার রাজধানী ম্যানিলার ওই স্টেডিয়ামে তারা জড়ো হন। সেখানে তিল ধরনের জায়গা ছিলো না। রয়টার্স

[৩] রাজধানীতে চাকরি হারানোদের সেখান থেকে স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয় সরকারি পরিবহন ব্যবস্থায়। এর আগে তাদের কোভিড পরীক্ষা করা হয়। সরকারি সহকারী প্রোগ্রামের সহকারী সচিব জোসেফ এনকাবো বলেন, তারা সাড়ে ৭ হাজার লোকের আয়োজন করেছিলেন। কিন্তু শুক্রবার থেকে সেখানে আরও দুই হাজার লোক জমায়েত হন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

[৪] তিনি বলেন, অতিরিক্ত লোক হওয়ায় সেখানে শারীরিক দূরত্ব বজায় ছিলো না। অনেকের মুখে মাস্ক ছিলো না। তাদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ এমনকি গর্ভবতী নারীরাও রয়েছেন। তারা গা সেঁষে ছিলেন।

[৫] করোনাভাইরাস মহামারী শুরুর পর মধ্য মার্চ থেকেই লকডাউন আরোপ করা হয় ম্যানিলায়। এরপর থেকে এ স্টেডিয়ামে অনেকেই জড়ো হন।

[৬] সেখানে ফ্রেড ম্যারিক উকোল নামে এক ব্যক্তি বলেন, তিনি অস্ট্রেলিয়ায় ওয়েল্ডার হিসেবে কাজ করেন। করোনার কারণে তার ফ্লাইট বাতিল হয়ে গেছে। তার সঞ্চয়ও ফুরিয়ে গেছে। তার মতো অবস্থা অন্যদেরও। দ্রুত কোভিড পরীক্ষা করে তাদের সরকারি ব্যবস্থাপনার বাস, ট্রেন বা জাহাজে উঠার অনুমতি দেয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়