শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদযাত্রায় কোনো শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির আহ্বান সেতুমন্ত্রীর

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। ঘটে মূল্যবান প্রাণহানি। তাই ঈদের আগে ও পরের যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোয় পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ জানান তিনি।

[৩] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দুর্যোগ ও সংকটের সাহসী নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন। শেখ হাসিনার হাত ধরেই দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করেছেন মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি এবং জনমানুষের প্রতি তাঁর প্রগাঢ় ভালবাসা। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তিনি দেশের সঙ্গে মিলিয়েছেন তাঁর নিজের জিবনের আশা আকাঙ্খা। দেশের সংকটে তিনি আস্থার প্রতিক। তাই দেশের মানুষকে তাঁর ওপর আস্থা রাখার আহ্বান কাদের।

[৪] তিনি বলেন, সরকার করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাই আস্থার সঙ্গে মনোবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। তাহলেই করোনার অমানিশা কেটে আবারও চিরচেনা সতেজ পৃথিবীতে, পরিচিত কোলাহলে ফিরতে পারবো।

[৫] সেতুমন্ত্রী বলেন, বিআরটিসি'র সমস্যা শ্রমিক কর্মচারিদের মধ্যে নয়। ডিপো কেন্দ্রিক যে অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি। অনিয়মের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা অব্যাহত থাকবে। কেউ জবাবদিহিতার উর্ধ্বে নয়। তাই বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে এসে সংশ্লিষ্টদের সততা নিষ্ঠা ও দেশ প্রেম নিয়ে কাজ করতে হবে।

[৬] শনিবার বিআরটিসি'র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়