শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হাথুরু আমার অনেক বড় ক্ষতি করেছে’

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জাতীয় দলে খেলা ক্রিকেটার এনামুল হক বিজয় সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। জাতীয় দলের বাইরে থাকা এই তারকা দাবি করেছেন, হাথুরুসিংহে তার ক্যারিয়ারে অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছেন। বৃহস্পতিবার( ২৩ জুলাই) ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এর লাইভ চ্যাট শো-তে উপস্থিত ছিলেন ডানহাতি ওপেনার এনামুল। সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

২৭ বছর বয়সী এই ক্রিকেটার এভাবে বলেছেন, ‘ও (হাথুরুসিংহে) আমাকে অবশ্যই একটা বড় ক্ষতি করে দিয়ে গেছে। হয়তো আমি ওই সময় সাপোর্টটা পেলে আজ এখানে থাকতাম না, অনেক ভালো জায়গায় থাকতাম।’ ‘এনামুল দলের জন্য খেলেন না, নিজের জন্য খেলেন।’ এই কথাটা হাথুরুসিংহেই প্রতিষ্ঠিত করে গেছেন বলে মনে করেন এনামুল।

লাইভ আড্ডার স্লগ ওভার পর্বে এনামুলের কাছে একটি প্রশ্ন ছিল এরকম- ‘কোন কোচ আপনাকে হয়তো অতটা পছন্দ করতেন না বলে মনে হয়?’ এনামুল একবিন্দু না ভেবে বলে দেন হাথুরুসিংহের নাম।

বলেন, ‘আমার কাছে মনে হয় উনিই মিস আন্ডারস্ট্যান্ডিং করে জিনিসটা করেছে। আমার মনে হয় না আমি ও রকম ছিলাম বা ও রকম কিছু করেছি, যে জিনিসটা উনি বলে দিয়ে গেছেন। মানুষের কাছ থেকে আমাকে যা শুনতে হয় মাঝে মাঝে। কিন্তু আমি ও রকম ছিলাম না।’

যোগ করে বলেন, ‘এটা গর্বের সাথে বলতে পারি, আমি দলের জন্য খেলি, দেশের জন্য খেলি। আমি একবারও চিন্তা করি না নিজের জন্য কিছু করব।’

২০১২ সালে জাতীয় দলে আবির্ভাবের পর শুরুর ক’বছর দারুণ পারফর্ম করেছেন এনামুল। নিজের দ্বিতীয় ওয়ানডেতেই পেয়ে যায় সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ২০ ওয়ানডের তিনটিতেই সেঞ্চুরি ছিল তার। কিন্তু পরে জায়গা হারান দলে। আসা যাওয়ার মাঝে থাকা এই তারকা সবশেষ জাতীয় দলে খেলেছেন গত বছর শ্রীলঙ্কা সফরে। এখন পর্যন্ত ৪টি টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন এনামুল। তিন ফরম্যাটে তার রান যথাক্রমে ৭৩, ১০৫২ এবং ৩৫৫।সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়