সমীরণ রায় : [২] সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরা সমানভাবে ভুমিকা পালন করেছেন। তাই ৩৩ ভাগ নারী নেতৃত্ব সংশোধনী পাশ হলে নারী ক্ষমতায়ন ব্যহত হবে।
[৩] তারা বলেন, গোটা বিশ^সহ বাংলাদেশ যখন করোনা মহামারিতে আক্রান্ত তখন নির্বাচন কমিশন আরপিও সংশোধনী দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করবে। নির্বাচন কমিশনের অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার।
[৪] তারা আরও বলেন, জাতীয় সংসদসহ সব নির্বাচনে ৩৩ ভাগ নারী আসন নিশ্চিত করে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর সক্ষমতা তৈরী করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কোনো ভূমিকাই পালন করছেনা।
[৫] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।
[৬] সংগঠনের কেন্দ্রীয় নেত্রী শাহানা ফেরদৌসী লাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি শিকদার, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান। সম্পাদনা : খালিদ আহমেদ