শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক যুবক আটক

রাজু চৌধুরী : [২] সেনাবাহিনীতে চাকুরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

[৩] জানা যায়, ২১ জুলাই এক ভুক্তভোগী নাম মোঃ বায়েজীদ হোসাইন (২২), পিতা- মোঃ বেলায়েত হোসেন, সাং- সহজ্যাপাড়া (৩ নং ওয়ার্ড ফতেপুর), থানা হাটহাজারী, জেলা চট্টগ্রাম র‍্যাব-৭ এ অভিযোগ করেন যে, মোঃ মিজানুর রহমান (২৫)নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে মোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দিবে বলে তাকে প্রলোভন দেখায়।

[৪] পরবর্তীতে উক্ত নিয়োগের জন্য ভিকটিমের পরিবার মোঃ মিজানুর রহমান (২৫) কে ধাপে ধাপে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ভিকটিমের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অন্যান্য কাগজের ফটোকপি দেয়। পরবর্তীতে গত ২১ জুলাই সন্ধ্যায় প্রতারক মোঃ মিজানুর রহমান ভিকটিমকে সেনাবাহিনীতে যোগদানের নিয়োগপত্র দেয়ার কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে আসতে বলে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা কর মোঃ মিজানুর রহমান (২৫), পিতা মোঃ মিয়া, সাং হক সাহেব পাড়া (চন্দ্রপুর), থানা হাটহাজারী, জেলা চট্টগ্রাম’কে আটক করে।

[৫] আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী নিজেকে মিথ্যা সেনাসদস্য হিসেবে পরিচয় দেয়া ও চাকুরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার কথা স্বীকার করে। এসময় আসামীর দেহ তল্লাশী করে ০১ টি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ০১ টি ভূয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়