রাহুল রাজ : [২] সারাদেশেই চলছে প্রবল বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে হয়েছে বন্যাও। রাজধানীতেও কয়েকদিন থেকে বৃষ্টিতে দূর্ভোগে পড়েছেন সবাই। তবে এর মধ্যেই অনুশীলন করতে মাঠে ক্রিকেটাররা।
[৩] বিসিবির নির্দেশনা অনুযায়ী দেশের ৪ মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা। ঢাকায় দ্বিতীয় দিনের অনুশীলনেও ছিল বৃষ্টির বাঁধা। যেকারণে ইন্ডোরে শুধু ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে ইমরুলদের। রানিং করতে পারেননি তারা।
[৪] মঙ্গলবার (২১ জুলাই) ছিল ঢাকাস্থ ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় দিন। মোট চার ক্রিকেটার অনুশীলন করেছেন এদিন। দিনের শুরুটা করেছেন শফিউল ইসলাম ও মুশফিকুর রহিম। এরপর যোগ দিয়েছেন ইমরুল কায়েস এবং মেহেদী হাসান রানা।
[৫] একাডেমির মাঠে সকাল সাড়ে নয়টায় শফিউল ইসলাম যখন রানিং শুরু করেছেন তখনও বৃষ্টির দাপট শুরু হয়নি। বিসিবি’র দেওয়া সিডিউল অনুযায়ী ৩০ মিনিট রানিং করে ফিরে গেছেন, লাল-সবুজের অভিজ্ঞ এই পেসার। শফিউল যখন শেষ করলেন এর কিছু সময় বাদে ইনডোরে ১ ঘণ্টা ব্যাটিংয়ে ঘাম ঝরিয়ে রানিং শুরু করলেন মুশফিক।
[৬] বৃষ্টি তখনো তার প্রাবল্য দেখাতে শুরু করেনি। কিন্তু মুশফিকের রানিং শেষে যখন ইমরুল কায়েস এলেন তখনই অঝোর ধারায় ঝরতে শুরু করলো। প্রবল বৃষ্টিতেই রানিং করলেন ইমরুল। তার রানিং শেষে মেহেদি হাসান রানা শুরু করলেন চললো প্রায় আধাঘণ্টা অবধি।