শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত : ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ইতালি প্রবাসী বিএনপির এক নেতা বলেছেন, বাংলাদেশে নাকি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত। দেশে কোনো চিকিৎসা নেই। ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে। যারা ইতালি যাচ্ছে, তাদের কাছে নাকি ভূয়া রিপোর্ট রয়েছে? বিএনপি নেতাদের আজগুবি মিথ্যাচার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করছে। তারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তা আবারও প্রমাণ হলো। মিথ্যাচারের ঢোল বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই হচ্ছে বিএনপির রাজনীতি। এ কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

[৩] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদেশে যেতে চাইলে নতুন সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্ধারিত ১৬ টি প্রতিষ্ঠান থেকে করোনার সনদ গ্রহণ করতে হবে। দুটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ ও আস্থা কিছুটা কমছে। তবে নমুনা সংগ্রহের পর যাতে রেজাল্ট দিতে দীর্ঘ সময় না লাগে, সেদিকে ল্যাবগুলোকে মনোযোগ দিতে হবে। তা না হলে রোগীদের আস্থাহীনতা তৈরি হতে পারে।

[৪] তিনি বলেন, করোনা পরীক্ষার ফি নির্ধারণের কারণে অসহায় দরিদ্র মানুষ নমুনা দিতে নিরুৎসাহিত হচ্ছেন। করোনার অভিঘাতে অনেক মানুষ কর্মহীন। তাই তাদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন সেতুমন্ত্রী।

[৫] ওবায়দুল কাদের বলেন, সারাদেশে বিভিন্ন স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষক কর্মচারী কর্মরত। সরকারি ও এমপিওভুক্ত ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। এই সংকটকালে তাদের বেতন ভাতা দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

[৬] রোববার তাঁর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়