শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মারুফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মহানগর বিএনপির উদ্বেগ প্রকাশ

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানা পুলিশের অভিযান চলাকালীন সময়ে মারধরের ঘটনায় সালমান ইসলাম মারুফ নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

[৩] শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান ও সিঃ যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

[৪] বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মারুফের মৃত্যুর ঘটনায় দায়ী পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে, কিন্তু এধরনের অনৈতিক কাজের জন্য ক্লোজড করাতো চুড়ান্ত বিষয় নয়।

[৫] নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ সরকার বিগত বার বছরে হাজার হাজার দলীয় নেতাকর্মীদের পুলিশে নিয়োগ দিয়েছে। যারা এক সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলো তারা এখন পুলিশে এসেও দেশের আইন কানুন ও পুলিশের নিয়মনীতি মানছেনা। আগ্রাবাদের ঘটনা এর একটি নমুনা মাত্র। তবে সব পুলিশ সদস্যই যে অনৈতিক তা নয়। পুলিশকে হতে হয় জনগনের বন্ধু।

[৬] বর্তমান করোনাকালিন সময়ে পুলিশের যে আচরণ, যে মানবিক ভূমিকা সেটাকে আমরা সাধুবাদ জানায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব পুলিশ সদস্য মারা গেছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের আমরা সমবেদনা জানায়।

[৮] এছাড়া আগ্রাবাদের ছাত্রদল নেতা মীর সাদেক অভির হত্যাকারীদের ডবলমুরিং থানা পুলিশ দ্রুত গ্রেফতার করায়ও আমরা স্বাগত জানায়।

[৯] নেতৃবৃন্দ বলেন, অসাধু কিছু পুলিশ কর্মকর্তা তাদের অনৈতিক সুবিধার জন্য সোর্স নিয়োগ করে। এই সোর্সদের কারনে নিরিহ মানুষ হয়রানীর শিকার হয়। তাই থানা পুলিশের সোর্স প্রথা বাতিল করতে হবে।
ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

[১০] নেতৃবৃন্দ নিরিহ মারুফের আত্বার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারকে সমবেদনা জানান। মারুফের রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত করে প্ররোচনাকারী দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়