নিউজ ডেস্ক: [২] শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। বিবিসি। তিনি যুক্তরাষ্ট্রজুড়ে সবাইকে মাস্ক পরতে বাধ্য করার ভাবনার সঙ্গে একমত নন মন্তব্য করে ট্রাম্প বলেন, কিছুটা স্বাধীনতা থাকা উচিত।
[৩] যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি সবাইকে মাস্ক পরাতে বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় নেতাদেরকে ‘প্রয়োজনে শক্তি প্রয়োগ করার’ আহ্বান জানানোর পর ট্রাম্প এ মন্তব্য করলেন।
[৪] তবে বর্তমানে অনেক রাজ্য গভর্নরই উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন। জর্জিয়ার রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্প অঙ্গরাজ্যের বাসিন্দাদের আগামী এক মাস মাস্ক পরতে অনুরোধ জানিয়েছেন।
[৫] মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত শনিবার ওয়াশিংটন ডিসির কাছে একটি সামরিক চিকিৎসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রথম তাকে স্বাস্থ্যগত নির্দেশনা মেনে চলতে দেখা গেছে।
[৬] জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৩৬,৪৭,২৩৭; মৃত্যু হয়েছে ১,৩৯,২৫৫ জনের।