শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত-১

মোর্শেদ, ফুলগাজী প্রতিনিধি : [২] ফুলগাজীতে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৭৫) ও খুকি আক্তার (৫৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (১৭ জুলাই) বিকালে ফেনী -পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজীর গাইনবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

[৪] এই ঘটনা রুবেল (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। তিনি সম্পর্কে নিহতদের নাতি হয় বলে জানা গেছে। তারা ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশেমপুর গ্রামের বাসিন্দা।

[৫] নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে ফুলগাজীতে রুবেলের শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যান তারা তিনজন। সেখান থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে তার উত্তর কাশেমপুরে ফিরছিলেন। ফেরার পথে ফুলগাজীর গাইনবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া ও খুকি আক্তার মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

[৬] ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নুরুল আলম সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

[৭] পুলিশ জানায় দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিক্সা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুই অটোরিকশা চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়