শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনের ফুটবল কিং রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ দুই বছর পর আবার স্পেনের ফুটবল রাজার মুকুট ফিরে পেলো। বৃহস্পতিবার দিবাগত রাতে ভিয়ারিয়ালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই লা লিগার ২০১৯-২০ মৌসুমের শিরোপা জয় করলো দলটি।

[৩] ঘরের মাঠ আলফ্রেদো দি স্তিফানো স্টেডিয়ামে এদিন ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারায় রিয়াল। সবশেষ তারা লিগ শিরোপা জিতেছিল ২০১৬-১৭ মৌসুমে। এরপর টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। রিয়াল এই দুই মৌসুম রানার্সআপও হতে পারেনি।

[৪] জয় পেলেই শিরোপা, এমন সমীকরণ নিয়েই এদিন মাঠে নেমেছিল রিয়াল। এমন দিনে দলের পক্ষে দুটি গোলই এসেছে করিম বেনজেমার পা থেকে। মৌসুমে রিয়ালের শিরোপার পেছনে যার পারফরম্যান্সের বেশ বড় অবদান।

[৫] ২৯ মিনিটে প্রথম গোলের পর ৭৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল আদায় করেন বেনজেমা। তবে ৮৩ মিনিটে ভিসেন্ত ইবোররা গোল করে ভিয়ারিলারের পক্ষে ব্যবধান কমান।

[৬] শেষ দিকে রিয়ালকে বেশ বেগ পেতে হয়েছে লিড ধরে রাখতে। বিশেষ করে যোগ করা সময়ে তো ম্যাচে প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিল ভিয়ারিয়াল। রক্ষা করেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। দুই বারের প্রচেষ্টায় তার অসাধারণ সেই সেভে এদিন রিয়ালের জয় নিশ্চিত হয়েছে বলতে গেলে। ম্যাচের সেরা খেলোয়াড়ও তাই তিনিই।

[৭] এরপর অবশ্য রিয়াল একবার বল জালে জড়িয়েছিল। কিন্তু মার্কো আসেনসিওর সেই গোল বাতিল হয় আগেই বেনজেমার হাতে বল লাগায়। তবে রিয়ালের শিরোপা উৎসবে তা বাধ সাধতে পারেনি। সব মিলে স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের এটি ৩৪তম শিরোপা।

[৮] করোনা বিরতি কাটিয়ে জুনে ফের লিগ শুরুর পর জিদানের দল এদিন টানা ১০ ম্যাচ জিতে নেয়। শেষ রাউন্ডের আগে যারা দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। ৩৭ ম্যাচে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে ২৪ জয় আর ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট বার্সেলোনার।

[৯] ম্যাচ শেষে এদিনই রিয়াল মাদ্রিদের হাতে ট্রফি তুলে দিয়েছে লিগ কর্তৃপক্ষ। ২০১৭ সালে জিদানের অধীনে সবশেষ লিগ শিরোপা জিতেছিল তারা। এরপর জিদান দায়িত্ব ছেড়েছিলেন। দ্বিতীয় মেয়াদে জিদানের কোচিংয়েই শিরোপার খরা কাটল দলটির। এরই মধ্যে জিদান নিজেকে ক্লাব ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবেও প্রতিষ্ঠা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়