ইসমাঈল ইমু : [২] কনস্টেবল মো.সিরাজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।
[৩] তিনি কোভিড আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ৩৮ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৪ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
[৪] মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চর্ক পাঁচপাড়া গ্রামে।
[৫] বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
[৬] এ নিয়ে বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে ৫২ জন পুলিশ সদস্য মারা গেলেন।