শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেঁতুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, জন্মের পরই মাকে হারালো নবজাতক

পঞ্চগড় প্রতিনিধি : [২] পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তুলা মিয়া (২৪) নামে এক ব্যক্তি তার স্ত্রী অন্তরা বেগমকে (২২) হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থেকে ঘাতক স্বামী তুলা মিয়া পলাতক রয়েছে।

[৩] মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের জামড়িগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক বছর আগে উপজেলার বুড়িমুটকী এলাকার আজিজুল ইসলামের মেয়ে অন্তরা বেগমের সঙ্গে শালবাহান জামুড়িগুড়ি এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে তুলা মিয়ার বিয়ে হয় । অন্তরা ছিলেন তুলা মিয়ার চতুর্থ স্ত্রী । গত ৪০ দিন আগে তাদের পরিবারে একটা ছেলে সন্তান আসে। মঙ্গলবার সকালে পারিবারিক জের ধরে তুলা মিয়া তার স্ত্রী অন্তারাকে শ্বাসরুদ্ধ হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বুঝতে পেরে ঘটনাস্থলে গেলে তার বাড়িতে ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় ।

[৫] এদিকে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

[৬] অপরদিকে, ৪১ দিন বয়সী সামিউল হাসান নামে ওই নবজাতককে স্থানীয় জনপ্রতিনিধিরা ওই এলাকার বাসিন্দা আলাল উদ্দিনের স্ত্রী সহিদা বেগমের কাছে সাময়িকভাবে রাখার ব্যবস্থা করে।

[৭] তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করে নিহত গৃহবধূর পরিবার। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়