শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুয়া কোভিড-১৯ সার্টিফিকেট প্রদানকারীদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে : এম হুমায়ুন কবির

শাহীন খন্দকার : [২] সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, ভুয়া কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে প্রবাসীরা বিভিন্ন দেশে যাচ্ছেন, এতে দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কের একটা আস্থার সংকট তৈরি হয়েছে। এই আস্থা পুরুদ্ধারের জন্য সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ ও পদক্ষেপ দরকার। ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে ধরা পড়েছে, তাদের বিষয়ে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে, তা রাষ্ট্রগুলোকে দেখাতে হবে। বিশ্বাস দিতে হবে যে, যারাই ভুয়া কোভিড সার্টিফিকেট দেওয়ার মতো অনৈতিক কাজে জড়িত, তাদের শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু আশ্বাস দিলাম, ধরলাম, রিমান্ডে নিলেই হবে না, অপরাধীদের শাস্তি দৃশ্যমান হতে হবে।

[৩] যারা কোভিডের ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, তারা একা এতো বড় অনিয়মের সঙ্গে জড়িত নয়, তাদের একটা লেজ বা শেকড় আছে। সরকারের ভেতরের কিছু লোক এসব চক্রের সঙ্গে জড়িত থাকে। অপরাধীরা যদি সরকারি লোক হয়ে থাকে, খোঁজে বের করে তাদের শক্ত বিচার অবশ্যই করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সংকট দূর করতে এর কোনো বিকল্প নেই।

[৪] ভবিষৎতে যাতে দেশের বদনাম না হয়, জাতির ক্ষতি করার সাহস যেন কেউ না করতে পারে, দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়