শিরোনাম
◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও) ◈ ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পেঁয়াজের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুয়া কোভিড-১৯ সার্টিফিকেট প্রদানকারীদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে : এম হুমায়ুন কবির

শাহীন খন্দকার : [২] সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, ভুয়া কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে প্রবাসীরা বিভিন্ন দেশে যাচ্ছেন, এতে দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কের একটা আস্থার সংকট তৈরি হয়েছে। এই আস্থা পুরুদ্ধারের জন্য সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ ও পদক্ষেপ দরকার। ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে ধরা পড়েছে, তাদের বিষয়ে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে, তা রাষ্ট্রগুলোকে দেখাতে হবে। বিশ্বাস দিতে হবে যে, যারাই ভুয়া কোভিড সার্টিফিকেট দেওয়ার মতো অনৈতিক কাজে জড়িত, তাদের শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু আশ্বাস দিলাম, ধরলাম, রিমান্ডে নিলেই হবে না, অপরাধীদের শাস্তি দৃশ্যমান হতে হবে।

[৩] যারা কোভিডের ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, তারা একা এতো বড় অনিয়মের সঙ্গে জড়িত নয়, তাদের একটা লেজ বা শেকড় আছে। সরকারের ভেতরের কিছু লোক এসব চক্রের সঙ্গে জড়িত থাকে। অপরাধীরা যদি সরকারি লোক হয়ে থাকে, খোঁজে বের করে তাদের শক্ত বিচার অবশ্যই করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সংকট দূর করতে এর কোনো বিকল্প নেই।

[৪] ভবিষৎতে যাতে দেশের বদনাম না হয়, জাতির ক্ষতি করার সাহস যেন কেউ না করতে পারে, দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়