নিজস্ব প্রতিবেদক: [২] পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা করোনায় আক্রান্ত হয়ে সরাকারি বাস ভবনে আইসোলেশনে রয়েছেন। গত রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
[৩] জানাযায়, তিনি গত বৃহস্পতিবার একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যই অসুস্থ বোধ করলে নিজেই বাসায় কোয়ারাইন্টানে চলে যান। শুক্রবার তার নমুনা পাঠালে গত রবিবার রাতে করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়াও একই দিনে কউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার করোনায় আক্রান্ত হয়। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত্রের সংখ্যা ৩০জনে দাঁড়াল।