আসিফুজ্জামান পৃথিল : [২] ১১ মার্চের পর প্রথম এই ধরণের ঘটনা ঘটলো। মহানগরীতে কোভিড-১৯ যখন শীর্ষ বিন্দুতে ছিলো ২৪ ঘণ্টায় সেখানে সাড়ে ৫০০ জনও মারা যাবার ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ
[৩] ৭ এপ্রিল এখানে মৃত্যু শীর্ষ বিন্দুতে পৌঁছায়। এদিন মারা যান ৫৯৭ জন। সেদিন আরও ২১৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান, ল্যাবের অভাবে যাদের পরীক্ষা করা সম্ভব হয়নি।
[৪] এক বিবৃতিতে সিটি হল মুখপাত্র অ্যাভরি কোহেন বলেন, ‘এই গল্পের হিরো সকল নিউ ইয়র্কাররা। আমরা সব কিছুর ঊর্ধে উঠে একে অপরকে নিরাপদ রেখেছি।’
[৫] রাজ্য হিসেবে রোববার নিউ ইয়র্কে মারা গেছেন ৫ জন। রাজ্যটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছিলো ৯ এপ্রিল। এদিন মারা যান ৭৯৯ জন।
[৬] এ পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে নিশ্চিতভাবে কোভিড-১৯ এ মারা গেছেন ১৮,৬৭০ রোগি। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪,৬১৩ জন। সম্পাদনা: ইকবাল খান