দেবদুলাল মুন্না:[২] আজ রোববার থেকে দেশে প্রথম বারের মতো চালু হলো যোগাযোগবিহীন পেমেন্ট-অন-ডেলিভারি সলিউশন “ক্যাশলেস পে”। এর ফলে পস মেশিন ছাড়াই অ্যাপের মাধ্যমে পণ্য হাতে পেয়ে তিন ধাপে পণ্য ও সেবামূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতা। ডিজিনেট ও ইউএনবি
[৩] গতকাল ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এই সেবাটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
[৪] লাইট ক্যাসেলের সিইও বিজন ইসলাম জানান, মাস্টার কার্ড ও ইস্টার্ন ব্যাংকের সঙ্গে যৌথভাবে এই সেবা চালু করেছে পেপারফ্লাই। এ জন্য এক হাজার ডেলিভারি ম্যানের কাছে বিশেষ এই অ্যাপ সেবা নিশ্চিত করছেন তারা। ডেলিভারি ম্যানের পণ্য পৌঁছে দিবেন ক্রেতা অর্ডার করলে। আপাতত এটি শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকবে। একটি জরিপ থেকে জানা যায়, কোভিডের কারণে দেশে ১৫ শতাংশ ক্যাশলেস পেমেন্ট বেড়েছে। সেজন্য এ অ্যাপটি চালু করছেন তারা।
[৫] তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক, বেসিস ও ই-ক্যাব এ তিনটি প্রতিষ্ঠান এ ব্যাপারে সাহায্য করেছে।
[৬] মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্র ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল ডেইলি স্টারকে জানান, শিগগিরি লিংকের পর কিউআর কোর্ডে পেমেন্ট সুবিধা চালু করছেন তারা।