শিরোনাম
◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঁজিবাজারে ভালো আইপিও’র অভাব রয়েছে : সিএসই’র চেয়ারম্যান

মো. আখতারুজ্জামান : [২] চট্টগ্রাম স্টক এক্সজেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, বাংলাদেশের জিডিপি ও পুঁজিবাজারের অনুপাত মাত্র ১১.১ শতাংশ, যা তুলনামূলভাবে এশিয়া ও পাশ্ববর্তী দেশগুলোর মধ্যে অনেক কম। তিনি দেশের বন্ড মার্কেট আরো কার্যকর করার মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রকল্পসমূহে অর্থায়ন নিশ্চিতকল্পে সেগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার প্রস্তাব করেন।

[৩] শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভার্চুয়াল এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

[৪] আসিফ ইব্রাহীম বলেন, আমাদের পুঁজিবাজারে ভালো আইপিও-এর যথেষ্ট অভাব রয়েছে, তিনি পুঁজিবাজারের উন্নয়ন বিএসইসি, ডিএসই এবং সিএসই-এর কঠোর নজরদারিও প্রস্তাব করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদরে পুঁজিবাজার প্রযুক্তিগত দিক দিয়ে যুগোপযোগী না হওয়া, কোভিড মহামারীর সময়ে প্রায় ৬৬দিন সকল ধরনের লেনদেন বন্ধ ছিল, যা সত্যিই হতাশার বিষয়।

[৫] ডিসিসিআইর সাবেক সভাপতি হোসেন খালেদ পুঁজিবারের উপর সকলের আস্থা বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানান। পরিবেশ সুরক্ষায় আরো বেশি হারে ‘সবুজ প্রকল্প’ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও তিনি ইলেকট্রিক্যাল ভিহাইক্যালের আরো ব্যবহার বাড়ানোর জন্য নীতিসহায়তা প্রদানের উপর জোরারোপ করেন।

[৬] হোসেন খালেদ বলেন, ব্যাংক খাত হতে সরকারের বেশিমাত্রায় ঋণ নেওয়ার প্রবনতা বেসরকারীখাতে ঋণ প্রবাহ কমিয়ে দিতে পারে। তিনি বলেন, আমাদের শিল্পখাত বর্তমানে কর্মসংস্থানের সুযোগ ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ অবস্থা মোকাবেলায় ব্যাংক ও বেসরকারীখাতকে একযোগে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়