শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মস্থলে ফিরে যেতে বরিসের আহবানে সাড়া মিলছে না

রাশিদ রিয়াজ : [২] অর্থনীতিকে রক্ষা করতে ঘর ছেড়ে কর্মস্থলে যোগ দেয়ার তাগিদ দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু নিয়োগদাতা থেকে শুরু করে কর্মীরা মনে করছেন এখনি কর্মস্থলে ফিরে না গেলেও চলচে। ঘরে বসেই কাজ করার পক্ষে তারা। ডেইলি মেইল

[৩] বরিস জনসন দোকান খুলে কাজে যোগদানের আহবান জানান। বলেন তা না হলে ব্রিটেনের অর্থনীতিকে রক্ষা করা যাবে না। নিজে মাস্ক পরিধান করে বেশকয়েকটি শপিংমলে ঘুরেফিরে ব্রিটিশ নাগরিকদের কাজে ফিরে আসার কথা বলেন। তার সঙ্গে চ্যান্সেলর রিশি সুনাক একই আবেদন জানান।

[৪] তারা বলেন ব্রিটেনের উৎপাদনশীলতা ফিরিয়ে আনতে কাজে যোগ দেয়া ছাড়া আর উপায় নেই। কিন্তু বিভিন্ন কোম্পানির মালিক ও কর্মীরা বলছেন বরং তারা ঘরে বসে কাজ করতে পারছেন নির্বিঘ্নে এবং এতে তাদের সাশ্রয় হচ্ছে। লিটিল টামি নামে বেবি ফুড কোম্পানির এমডি লওরি ট্যান বলছেন খুব সহসা আমাদের কর্মীরা কর্মস্থলে ফিরে আসছে না। বরং কোভিড সংকটের সময় ছোট অফিস টিম ব্যবস্থাপনা সহজে হচ্ছে। বাড়তি খরচ হচ্ছে না।

[৫] ডরসেট চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী আয়ান গারলিং বলেন কোভিড সংকটের সময় ভবিষ্যতে কিভাবে ব্যবসা টিকিয়ে রাখা যায় সে নিয়েও উদ্যোক্তাদের ভাবতে হচ্ছে। অফিসে এসে কাজ করা বরং কর্মীদের জন্যে অধিক চ্যালেঞ্জ হতে পারে।

[৬] রিটেইল ইকোনমিকসের প্রধান নির্বাহী রিচার্ড লিম বলেন সংকট পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত অফিসে কর্মীদের ফিরিয়ে আনা ঠিক হবে না। উৎপাদন ঠিক রেখে পয়সা বাঁচিয়ে কর্মীদের ধরে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়