শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মস্থলে ফিরে যেতে বরিসের আহবানে সাড়া মিলছে না

রাশিদ রিয়াজ : [২] অর্থনীতিকে রক্ষা করতে ঘর ছেড়ে কর্মস্থলে যোগ দেয়ার তাগিদ দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু নিয়োগদাতা থেকে শুরু করে কর্মীরা মনে করছেন এখনি কর্মস্থলে ফিরে না গেলেও চলচে। ঘরে বসেই কাজ করার পক্ষে তারা। ডেইলি মেইল

[৩] বরিস জনসন দোকান খুলে কাজে যোগদানের আহবান জানান। বলেন তা না হলে ব্রিটেনের অর্থনীতিকে রক্ষা করা যাবে না। নিজে মাস্ক পরিধান করে বেশকয়েকটি শপিংমলে ঘুরেফিরে ব্রিটিশ নাগরিকদের কাজে ফিরে আসার কথা বলেন। তার সঙ্গে চ্যান্সেলর রিশি সুনাক একই আবেদন জানান।

[৪] তারা বলেন ব্রিটেনের উৎপাদনশীলতা ফিরিয়ে আনতে কাজে যোগ দেয়া ছাড়া আর উপায় নেই। কিন্তু বিভিন্ন কোম্পানির মালিক ও কর্মীরা বলছেন বরং তারা ঘরে বসে কাজ করতে পারছেন নির্বিঘ্নে এবং এতে তাদের সাশ্রয় হচ্ছে। লিটিল টামি নামে বেবি ফুড কোম্পানির এমডি লওরি ট্যান বলছেন খুব সহসা আমাদের কর্মীরা কর্মস্থলে ফিরে আসছে না। বরং কোভিড সংকটের সময় ছোট অফিস টিম ব্যবস্থাপনা সহজে হচ্ছে। বাড়তি খরচ হচ্ছে না।

[৫] ডরসেট চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী আয়ান গারলিং বলেন কোভিড সংকটের সময় ভবিষ্যতে কিভাবে ব্যবসা টিকিয়ে রাখা যায় সে নিয়েও উদ্যোক্তাদের ভাবতে হচ্ছে। অফিসে এসে কাজ করা বরং কর্মীদের জন্যে অধিক চ্যালেঞ্জ হতে পারে।

[৬] রিটেইল ইকোনমিকসের প্রধান নির্বাহী রিচার্ড লিম বলেন সংকট পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত অফিসে কর্মীদের ফিরিয়ে আনা ঠিক হবে না। উৎপাদন ঠিক রেখে পয়সা বাঁচিয়ে কর্মীদের ধরে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়