আনিসুল হক, ভিয়েনা : [২] ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন ১০ জুলাই রাত ২টায় ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।
[৩] সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক শোক বার্তায় বলেন, প্রিয় সহযোদ্ধা লিটল ভাই বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। তার অকাল প্রয়াণ আমাদের সবাইকে কাঁদাচ্ছে। আমরা ভীষণভাবে শোকাহত ও বেদনাহত।
[৪] তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।